বান্দরবানে অভিযান চালিয়ে ৪০ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারীকে আটক করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।২ এপিবিএন সুত্রে জানা যায়,২ এপিবিএন এর অতিরিক্ত উপ-পুলিশ মহা পরিদর্শক (এডিশনাল ডিআইজি) আলী আহমদ খান এর সার্বিক দিকনির্দেশনা এবং ২ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদিউজ্জামান এর নেতৃত্বে ২ এপিবিএন এর এসআই মো.বেলাল হোসেন ও এ.এস.আই মো.মান্নান ও সঙ্গীয় ফোর্স শুক্রবার (৬ জানুয়ারি) ভোরে রেইচা ইউনিয়নের থলি পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতি অভিযান চালিয়ে করে ৪০ লিটার চোলাইমদসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
আটক দুই মাদক কারবারীরা হলেন জাহাঙ্গীর আলম (৪২) ও হালু জলদাস (৪২)।দুইজনই চট্রগ্রাম জেলার সাতকানিয়া পৌরসভার স্থায়ী বাসিন্দা বলে নিশ্চিত করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ান।জানা যায়,একটি অটোরিক্সা তল্লাশী করলে দুইটি সাদা কন্টেইনারে ১০লিটার করে ২০ লিটার এবং একটি ছোট সাদা কন্টেইনারে ০৩ লিটার এবং একটি সাদা প্লাস্টিকের ভেতর থেকে ১৭ লিটারসহ সর্বমোট ৪০ লিটার দেশীয় চোলাই মদ আটকদের কাছ থেকে উদ্ধার ২ এপিবিএন সদস্যরা।
উদ্ধারকৃত চোলাই মদের বাজার মূল্য ১৬ হাজার টাকা।অভিযানে তাদের কাছ থেকে তিনটি মোবাইল জব্দ করা হয়।এ বিষয়ে ২ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো.বদিউজ্জামান বলেন,আটক ব্যাক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় বান্দরবান সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।মাদক এর বিস্তার রোধে ২ এপিবিএন বিভিন্ন অভিযান পরিচালনা করে যাচ্ছে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযানে অনেক মাদক কারবারিকে আটক করা হচ্ছে।মাদক,অবৈধ অস্ত্র ও সন্ত্রাস নির্মূলে আমাদের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।