বান্দরবানে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই জনকে আটক করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।২ এপিবিএন সুত্রে জানা যায়,২ এপিবিএন এর অতিরিক্ত উপ-পুলিশ মহা পরিদর্শক (এডিশনাল ডিআইজি) আলী আহমদ খান এর সার্বিক নির্দেশনায় ২ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার বদিউজ্জামান এর নেতৃত্বে এসআই মোহাম্মদ বেলাল হোসেন ও এ.এস.আই মো.মান্নান ও সঙ্গীয় ফোর্স ৪ জানুয়ারী (বুধবার) বিকেল ৫টায় বান্দরবান পৌরসভাধীন থানাধীন কালাঘাটা ৩নং ওয়ার্ড সংলগ্ন বড়ুয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যাবসায়িকে আটক করে।
আটককৃতরা হলেন ইসাউনু মারমা (২৫) এবং আব্দুল্লাহ আল কাফি (১৯)।আটককৃত ইসাউনু মারমা রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাসিন্দা।অপরজন ৩নং কালাঘাটার বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা আব্দুস ছাত্তারের সন্তান বলে জানা গেছে।এসময় ইসাউনু মারমা এর দেহ তল্লাশী করে ১৭০ পিস ইয়াবা উদ্ধার করে এপিবিএন সদস্যরা।
অপরদিকে আব্দুল্লাহ আল কাফি পরিহিত প্যান্টের বাম পকেট থেকে আরও ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এসময় গোলাপি রঙ এর ১৯৫ পিস ইয়াবাসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।উদ্ধার করা ইয়াবার বাজার মূল্য ছাপ্পান্ন হাজার টাকা।এ বিষয়ে ২ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো.বদিউজ্জামান বলেন,গ্রেফতারকৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর (৩৬) ১ সারনী ক্রমিক ১০ (ক) ধারায় বান্দরবান সদর থানায় মামলা রুজু করা হয়েছে।তিনি বলেন,মাদক প্রতিরোধে আমাদের বিশেষ টিম কাজ করছে।মাদক,অবৈধ অস্ত্র ও সন্ত্রাস নির্মূলে আমাদের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।