

লামা সংবাদাতাঃ-লামায় ২৫ বছরের সংসার ফেলে যুবকের হাত পালিয়েছে প্রবাসীর স্ত্রী।বুধবার (১১ এপ্রিল) বিকেলে বান্দরবানের লামা পৌরসভার কলেজপাড়া সংলগ্ন যুবকের ভাড়া বাড়িতে দুইজনকে আটক স্থানীয়রা।আটক ফাতেমা বেগম পাখি (৩৮) পৌরসভার ১নং ওয়ার্ডের ডুবাই প্রবাসী মো.আব্দুল খালেক এর স্ত্রী।যুবক মো.জোনাইদ (৩৩) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৬নং সদহা পাড়া ইউপির ফজুরুপাড়ার মাহমুদুর রহমানের ছেলে।সে লামা বাজারে বিস্কুট কোম্পানীতে সেলম্যানের চাকরী করে।পাখির ১৭ বছর বয়সের কলেজ পড়ুয়া একজন ছেলে রয়েছে। যুবক জোনাইদ পূর্বে আরো ২টি বিবাহ করেছে বলে জানা যায়।তবে আটককালে জোনাইদ ও পাখি উভয়ে নিজেদের স্বামী স্ত্রী বলে দাবী করে।পাখি জানায় আমি ১ম স্বামী আব্দুল খালেক কে তালাক দিয়ে প্রায় ১ বছর আগে জোনাইদকে শরীয়ত মোতাবেক বিবাহ করেছি।স্থানীয়রা উক্ত দুজন অবৈধ সম্পর্কে লিপ্ত রয়েছে এমন ধারনা থেকে আটক করে।পরে রাত ৮টার দিকে লামা থানাকে খবর দিলে পুলিশ এসে আটক দুই জনকে আটক থানায় নিয়ে যায়।