সিএইচটি টাইমস ডটকম নাম ব্যবহার করে অশ্লীল ছবি আপলোড!


প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের সময় :১৬ সেপ্টেম্বর, ২০২২ ৯:০৮ : অপরাহ্ণ 312 Views

ইংরেজিতে হুবহু সিএইচটি টাইমস ডটকম নামে একটি বেনামী পেজ থেকে অশ্লীল ছবি ফেসবুকে প্রকাশ করার মতো গুরুতর অভিযোগ উঠেছে।আর এই কান্ডটি ঘটিয়েছে ই-কমার্স উদ্যোক্তা প্রতিষ্ঠান ট্যাক মাককি।তবে বিষয়টি নিয়ে এই প্রতিষ্ঠান এর কর্ণধার এমডি ওমর মাককি ফোন করা হলে তিনি তা গ্রহণ করেন নাই।তাঁর ব্যক্তিশত হোয়াটসএপে এবং মোবাইল নাম্বারে ক্ষুধে বার্তা দেয়া হয়।তখন তাঁর নাম্বার থেকে ইংরেজি শব্দে টেক্সট করে বলা হয় পেইজ সোল্ড অর্থাৎ পেইজটি বিক্রি হয়ে গেছে।

একই বার্তায় তিনি আরও বলেন,যিনি এই পেজটি কিনেছেন তাকে বলার জন্য যাতে অশ্লীল ছবি আপলোড না করা হয়।তখন তাকে তাঁর সাথে মেসেঞ্জারের সর্বশেষ কথোপকথন মনে করিয়ে দিলে সে আর কোনও জবাব না দিয়েই ফেসবুক মেসেঞ্জারে ব্লক করে দেন।

এদিকে “ফালসাস মাককি” নামে যে ফেসবুক পেজটি কেনার কথা ছিলো সেই পেজটি রহস্যজনক ভাবে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ এই পেজটিই মূলত সিএইচটি টাইমস ডটকম কতৃপক্ষ কে দেখানো হয় বিক্রি করার জন্য।পরে নাম পরিবর্তন প্রক্রিয়া শুরু হয়।নাম পরিবর্তন করতে না পেরে ওমর মাককি আরও তিনটি পেজ দেখানোর চেষ্টা করেন।কিন্তু যে পেজটি সিএইচটি টাইমস ডটকম কতৃপক্ষ কে দেখানোর আগেই অনুমতি ব্যাতিত সিএইচটি টাইমস এর নামকরণ সম্পন্ন করে লিঙ্ক দিয়েছিলেন মি.ওমর মাককি সেই পেজ থেকেই এসব অশালীন ছবি আপলোড করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

পেজ এর আইডি লিঙ্ক এবং পেজ সেটিং এর স্ক্রিনশট সংযুক্ত করা হলোঃ- https://www.facebook.com/MentionDude

প্রশ্ন উঠেছে তাহলে এই ওমর মাককি অর্থ আত্মসাৎ এর লক্ষ্য নিয়েই তড়িঘড়ি করে এই পেজটি অনুমতি না নিয়েই সিএইচটি টাইমস ডটকম নামে রুপান্ত‌র করেছিলেন কিনা।তিনি এই পেজটি সিএইচটি টাইমস ডটকম নামে রুপান্ত‌র করার আগে কোনও অনুমতি নেন নাই যার যথাযথ প্রমাণ সিএইচটি টাইমস ডটকম কতৃপক্ষ এবং ওমর মাককি এর ফেসবুক প্রোফাইল মেসেঞ্জার তদন্তের আওতায় আনলে সত্যতার খোঁজ মিলবে।যদিও তাকে অশ্লীল ছবি আপলোড করা পেইজ এর নাম পরিবর্তন করার আগেই সুনির্দিষ্ট করে অর্থ ফেরত এর জন্য আহবান জানানো হয় এবং পরে সে নিজেই সিএইচটি টাইমস কতৃপক্ষ কে অর্থ ফেরত পাঠানোর জন্য একাউন্ট নাম্বার চেয়েছিলেন।কিন্তু একাউন্ট নাম্বার চাওয়ার পনেরো থেকে বিশ মিনিট পরই সে সিএইচটি টাইমস ডটকম কতৃপক্ষ এর অনুমতি না নিয়েই যে পেজ থেকে অশ্লীল ছবি ফেসবুকে আপলোড এর অভিযোগ উঠেছে সেই পেজ এরই লিঙ্ক উপস্থাপন করেছিলেন।যা তিনি এখন ইংরেজীতে Page Sold বলে নিজের দায়মুক্তি নিতে চেষ্টা করছেন।পরে এটার জন্য তিনি প্রায় লক্ষাধিক টাকা দাবি করে কিন্তু পরে সিএইচটি টাইমস ডটকম এর নিজস্ব এক্সপার্ট টিম যাচাই করতে গিয়ে দেখেন এই পেজে শুভঙ্করের ফাঁকি রয়েছে।

উল্লেখ্য,ওমর মাককি তাঁর নিজের ফেসবুক মেসেঞ্জার বার্তায় (৫ আগস্ট) নিশ্চিত করেছিলেন পেজ এর নাম পরিবর্তনের জন্য আবেদন করে দিয়েছেন।রাতের ভেতর লগো সরিয়ে দিবেন।শুধু মাত্র নাম পরিবর্তন না হওয়া পর্যন্ত পেইজে নাম টা থাকবে তবে কোনও ধরনের নেতিবাচক কোনও কিছু নাহয় মতো তিনি খেয়াল রাখবেন বলেও নিশ্চিত করেন।তারপরও তিনি কেনও এই ধরনের কর্মকান্ডে সম্পৃক্ত তা নিয়ে ইতিমধ্যে সিএইচটি টাইমস ডটকম কতৃপক্ষ তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে।এবিষয়ে,সিএইচটি টাইমস ডটকম দুইটি আদালতে দুইজন বিজ্ঞ আইনজীবী নিয়োগ দিয়েছেন বলে জানা গেছে।পাশাপাশি বান্দরবান সদর থানাতেও একটি আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।এছাড়াও ওমর মাককির সাথে মেসেঞ্জার এবং হোয়াটসএপে এই পেজ সংক্রান্ত বিষয়ে যেসব কথাবার্তা হয় তাঁর সকল বস্তুনিষ্ঠ প্রমাণ সিএইচটি টাইমস ডটকম কতৃপক্ষ এর কাছে সংরক্ষিত আছে।এমনকি এই পেজ এর নাম পরিবর্তন সংক্রান্ত ৪৮টি অডিও ক্লিপ সিএইচটি টাইমস ডটকম এর কাছে সংরক্ষিত আছে।ইতিপুর্বে টেক মাককি নিয়ে প্রকাশিত আরেকটি সংবাদ পড়ুন এই লিঙ্কটি তে..👇👇👇
https://www.chttimes.com/তথ্যপ্রযুক্তি/বিশ্বাস-ও-শর্ত-ভঙ্গের-অভি/

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!