সারাদেশে আট দিনে ৪২ শিশু ধর্ষণের শিকার


সিএইচটি টাইমস নিউজ ডেস্ক প্রকাশের সময় :১০ মে, ২০১৯ ১০:৪৯ : অপরাহ্ণ 624 Views

চলতি মে মাসের প্রথম আট দিনে সারা দেশে ৪১ শিশু ধর্ষণ ও ৩ শিশু ধর্ষণচেষ্টার শিকার হয়েছে।এরমধ্যে ৩৭টি মেয়ে শিশু ধর্ষণ এবং ৪টি ছেলে শিশু বলাৎকারের শিকার হয়।আর ধর্ষণের চেষ্টা চালানো হয়েছিল ৩ জনের ওপর।ছয়টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এই রিপোর্ট প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন।শিশু ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় মানুষের জন্য ফাউন্ডেশন গভীর উদ্বেগ প্রকাশ করেছে।গতকাল বৃহস্পতিবার ৯ মে মানুষের জন্য ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।এ বছরের মে মাসের ১ থেকে ৮ তারিখ পর্যন্ত ছয়টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে তারা এই রিপোর্ট করে।রিপোর্টে আরও বলা হয়,এই সময় ধর্ষণের শিকার হয়ে মারা গেছে ৩টি মেয়ে শিশু।আহত হয়েছে ৪১ শিশু।দেশে শিশু ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে মানুষের জন্য ফাউন্ডেশন গভীর উদ্বেগ প্রকাশ করেছে।তারা শিশুদের প্রতি চলমান সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে কিশোরগঞ্জের কটিয়াদী থেকে বাজিতপুরের পিরিজপুর বাসস্ট্যান্ড যাওয়ার পথে যাত্রীবাহী বাসে শাহিনুর আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় মানুষের জন্য ফাউন্ডেশন শোক ও উৎকণ্ঠা প্রকাশ করেছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!