পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র এপিএস সাদেক হোসেন চৌধুরী’কে ছুরিকাঘাত ও ছিনতাইয়ের ঘটনায় ২ আসামিকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ।তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান এই তথ্য নিশ্চিত করেন।খবর পাহাড় বার্তা।
মামলার এজাহার সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে সাদেক হোসেন রাজধানীর কাওরান বাজার ঢাকা ট্রেড সেন্টারে পৌছালে তাদের গাড়ি সিগন্যালে আটকে থাকার সময় গাড়ির গ্লাস খোলা থাকলে গাড়িতে থাকা তার সহকর্মী রেজাউল হক এর হাতে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়।এসময় রেজাউল হক দৌড়ে এক ছিনতাইকারীকে ধরে ফেললে,অপর ছিনতাইকারী মন্ত্রীর এপিএস সাদেক হোসেনকে ধারালো খুর দিয়ে হাতসহ বিভিন্ন জায়গায় আঘাত করে পালিয়ে যায়,পরে স্থানীয়রা তাকে গুরত্বর আহত অবস্থায় স্কয়ার হাসপাতালে ভর্তি করেন।
এই ব্যাপারে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান বলেন,পার্বত্যমন্ত্রীর এপিএসকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টার অভিযোগে দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে,তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।