

শুক্রবার (১৩ মে) প্রথম প্রহরে সিসিটিভি ফুটেজের সময় অনুযায়ী সকাল ৪:২১ মিনিটে বান্দারবান মাইক্রোবাস সমিতি কার্যালয়ের সামনে থেকে সমিতি অন্তর্ভুক্ত ডাবল কেবিন মাহেন্দ্র বোলেরো মডেলের একটি গাড়ি চুরি করে নিয়ে যাওয়ার পাওয়া গেছে।কালো রং এর এই গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ঘ ১১-৬৪৯১।গাড়ির মালিক জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন এবং এই প্রতিবেদন লেখাকালীর সময় পর্যন্ত তিনি আইনি প্রক্রিয়া শুরু করার যাবতীয় কার্যক্রম শেষ করে বান্দরবান সদর থানা ও সাতকানিয়া থানায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।পাশাপাশি গাড়ির মালিক জহিরুল ইসলাম,গাড়িটি যদি রাস্তার আশেপাশে কিংবা কোন স্থানে পড়ে থাকা অবস্থায় কেউ দেখে থাকেন তাহলে বান্দারবান মাইক্রোবাস সমিতিতে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।তিনি আরও জানান,গাড়ির মালিক এবিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীরও সহযোগিতা কামনা করেছেন।এদিকে শুক্রবার প্রথম প্রহরে জনাকীর্ণ এবং ব্যাস্ত একটি এলাকা থেকে গাড়ির এমন অভিনব চুরির ঘটনা জনসমক্ষে প্রকাশ পাওয়ার পর উদ্বেগ জানিয়েছে পরিবহন মালিকরা।এবিষয়ে গাড়ির মালিকরা রাত ১০ টার পর গাড়িগুলো চেকপোস্ট অতিক্রম করার সময় কাগজপত্রসহ যাবতীয় তথ্য গুরুত্ব সহকারে যাচাই করার পর চেকপোস্ট অতিক্রম করার অনুমতি যাতে প্রদান করা হয় তা নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।বিষয়টি নিশ্চিত করা গেলে এই ধরনের দুর্বৃত্তপনা প্রতিরোধ করার সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন অনেক মালিকরা।