

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানে ইয়াবাসহ তিন পাচারকারীকে আটক করেছে গোয়েন্দা শাখার একটি দল।পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) মো.ইয়াছির আরাফাত এবং ওসি (ডিবি) আপ্পেলা রাজু নাহা’র নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে রবিবার বিকালে সদর থানার আওতাধীন তাজিংডং রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।আটকরা হলো মংবাইন চাকমা (২০),মংচাইন মা চাকমা (২৫) ও দুর্জয় চাকমা (২৬)।তারা সবাই কক্সবাজারের টেকনাফ উপজেলার লম্বাঘোনা এলাকার বাসিন্দা।আটকের পর তাদের কাছ থেকে পাচঁ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।পুলিশ জানায়,আটকরা দীর্ঘদিন যাবত পায়ুপথে শরীরের ভিতর ইয়াবা নিয়ে টেকনাফ সীমান্ত হতে রাজধানী ঢাকার আশেপাশে ইয়াবা সরবরাহ করে আসছিল।