বান্দরবানে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে বান্দরবান সদর থানা পুলিশ।সদর থানা সুত্রে জানা যায়,বান্দরবান এর পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম,পিপিএম এর সার্বিক দিক-নির্দেশনায় বান্দরবান সদর থানা এর অফিসার ইনচার্জ এসএম শহীদুল ইসলাম এর নেতৃত্বে এসআই মো.আলমগীর ও সঙ্গীয় অফিসার ফোর্স ৪৫০ পিস ইয়াবাসহ জাকির হোসেন (২২) নামে ১ মাদক ব্যাবসায়িকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বান্দরবান পৌরসভা এর ৬নং ওয়ার্ডের নিউগুলশান এলাকার জনৈক রিপন কান্তি বড়ুয়ার ভাড়া বাসায় বসবাসরত জাকির হোসেন কে ইয়াবাসহ গ্রেফতার করে সদর থানা পুলিশ।গ্রেফতার জাকির হোসেন কক্সবাজার জেলার ঈদগাঁও থানাস্থ ইসলামাবাদ ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।উদ্ধারকরা ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৩৫ হাজার টাকা।
শুক্রবার (১৩ জানুয়ারি) আসামি জাকিরের বিরুদ্ধে সদর থানায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করেছে বান্দরবান সদর থানা পুলিশ।এবিষয়ে সদর থানা এর অফিসার ইনচার্জ এসএম শহীদুল ইসলাম বলেন,মাদক এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে তৎপর রয়েছে সদর থানা পুলিশ।আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখার পাশাপাশি মাদক,কিশোর গ্যাং, সন্ত্রাস নির্মূলে পুলিশী অভিযান অব্যাহত থাকবে।