

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান সদর হাসপাতাল থেকে জান্নাতুল নাইমা নামের ৪বছরের এক শিশুকে চুরি করে নিয়ে যাবার সময় হাতেনাতে ধরা পড়েছে এক ব্যক্তি।গত বুধবার (১২ জুলাই) রাত পৌনে বারোটার দিকে বান্দরবান সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।জান্নাতুল নাইমা বান্দরবান বালাঘাটা লালমিয়ার চরের আবদুল মান্নানের মেয়ে।প্রত্যক্ষদর্শীর বর্ননা-পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রাত পৌণে ১২টার দিকে শহীদুল্লাহ নামের ওই ব্যক্তি হাসপাতালে নিজেই পায়ের রোগী পরিচয় দিয়ে ওয়ার্ডে ঘোরাফেরা করছিলো।একপর্যায়ে একটি শিশুকে তুলে নিয়ে যাবার সময় সে ধরা পড়ে।পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।এ বিষয়ে শিশুটির পিতা আবদুল মান্নান বাদী হয়ে বান্দরবান সদর থানায় মামলা দায়ের করেছে। এ ঘটনায় অন্যান্য বেডে শিশু নিয়ে থাকা অভিভাবকদের মনেও আতঙ্ক বিরাজ করছে।এ বিষয়ে জান্নাতুল নাইমা বলে,আমি আমার মায়ের সাথে ঘুমাচ্ছিলাম।হঠাৎ দেখি আমাকে একজন লোক টানাটানি করছে।আমি চিৎকার দিলে আমার মা-বাবা ও পাশে থাকা অন্যান্যরা জেগে উঠে আমাকে চোরের হাত থেকে রক্ষা করে।এ ব্যাপারে আবাসিক মেডিক্যাল অফিসার (ভার:) ডাঃশাহানা রহমান বলেন,এ হাসপাতালে কোন প্রকার প্রহরী নেই। তাই কখন কে আসে তার খবর সবসময় নেয়া সম্ভব হয়না।তবে এখানে নিরাপত্তা প্রহরীর খুবই দরকার হয়ে পড়েছে।বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকউল্লাহ বলেন,বুধবার রাত প্রায় পৌনে ১২টার সময় ফোনে খবর পেয়ে হাসপাতালে গিয়ে জান্নাতুল নাইমা নামের ৪ বছরের এক শিশু চুরির অভিযোগে মোঃশহিদুল্লাহকে আটক করেছি।আমরা তাৎক্ষনিক মামলা নিয়েছি।আমরা খোঁজ খবর নিচ্ছি সে আর কোথাও এধরনের শিশু চুরি কিংবা পাচারের সাথে সম্পৃক্ত ছিল কিনা।তদন্ত করে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।