বান্দরবান জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীর নামে ভুঁয়া ফেসবুক আইডি খুলে পরিচালনা করা হচ্ছে এমনটাই জানিয়েছেন পৌর মেয়র একান্ত সহকারী আশুতোষ কুমার দে আশু।শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক আইডি থেকে একটি ফেসবুক বার্তা দিয়ে বিষয়টি তিনি জানান।পরে বিষয়টি সিএইচটি টাইমস ডটকম এর নজরে আসে।আশুতোষ কুমার দে আশুর ফেসবুক বার্তাটি জনস্বার্থে হুবহু তুলে ধরা হলোঃ-
"ফেক আইডি হইতে সাবধান
কোন গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে আইডি খুলে পরিচালনা ঠিক নয়।এটি একটি ফেক আইডি বিভিন্ন জনকে এই আইডি থেকে বিভিন্ন জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে সকলকে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই আইডি পরিচালনাকারী যে হোক তাকে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।
প্রয়োজনে : 01820425244
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2025 Chttimes.com. All rights reserved.