বান্দরবানে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় মিনহাজ (৯) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (১৯ আগষ্ট) দুপুর দেড়টায় দিকে বান্দরবান সদর উপজেলার বালাঘাটা বাজারের পূর্বপার্শ্বে এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো.মিনহাজ(৯) বান্দরবান সদর বালাঘাটা ১ নম্বর ওয়ার্ড এলাকার মো.তৈয়বের ছেলে।
স্থানীয়রা জানায়,বালাঘাটা যাত্রী ছাউনি এলাকার একটি মুদির দোকান থেকে খাবার নিয়ে রাস্তা পারা পারের সময় দ্রুত গতির টমটম (ব্যাটারি চালিত ইজিবাইক) শিশু মিনহাজকে ধাক্কায় দেয়। ধাক্কা লেগে শিশুটি রাস্থায় পড়ে গেলে টমটমের গাড়ির চাকা শিশুটির মাথার উপর দিয়ে চলে যায়। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। পরে চট্টগ্রাম হাসপাতালে নেওয়ার পথে পটিয়া থানা এলাকায় পৌছালে শিশু মিনহাজের মৃত্যু হয়।
স্থানীয়রা আরও জানান, বান্দরবান পৌর এলাকায় প্রায় ৩ শতকের অধিক টমটম চলাচল করে। অধিকাংশ এই টমটম চালকদের কোন প্রকার ড্রাইভিং লাইসেন্স নেই। নেই তেমন ড্রাইভিং সম্পর্কে ধারণা। কার আগে কে যেতে পারে এমন প্রতিযোগিতায় টমটম গুলো চালায় চালকেরা। তাই প্রায় সময় দুর্ঘটার শিকার হচ্ছে এই টমটম।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে ঢাকা মেইলকে জানান, টমটমটি আটক করা হয়েছে তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি এবং আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।