

বান্দরবানের লামায় বেঁধে মারধর করে ধর্ষণের অভিযোগে এক প্রবাসীর গর্ভবতী স্ত্রী তার ভাসুরসহ দুই জনের বিরুদ্ধে মামলা করেছেন।বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) প্রথম প্রহরে লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের বৈদ্যভিটা এলাকায় ওই নারী বাথরুমের উদ্দেশ্যে বাইরে বের হলে এ ঘটনা ঘটে।মামলার সূত্রে জানা যায়,হামলাকারীরা তাকে জোর করে বাড়ির পেছনে নিয়ে যায় এবং তার দুই সন্তানকে বাইরে থেকে তালাবদ্ধ করে রাখে।স্বামী প্রবাসী হওয়ায় বাড়িতে শুধু সন্তানদের নিয়ে থাকতেন ওই নারী।ভুক্তভোগী জানান,ঘরে তালা লাগানোর আগে দুর্বৃত্তরা বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারও নিয়ে যায়।বৃহস্পতিবার সকালে তার দুই সন্তানের চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে অচেতন অবস্থায় একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পায়। এরপর তারা পুলিশে খবর দেন।লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলাম চৌধুরী জানান,ওই নারী তার স্বামীর সৎ ভাই জয়নাল আবেদীন ও অপর এক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে লামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে বৃহস্পতিবার মামলা করেছেন।তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।