

বান্দরবানে বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে ফরহাদ চৌধুরী (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।সোমবার (১৬ মে) সন্ধ্যায় বান্দরবান সদরের বালাঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।অভিযুক্ত ফরহাদ বান্দরবান সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর লেমুঝিরিপাড়ার বাসিন্দা।ভুক্তভোগীর স্বামী জানান, বুদ্ধিপ্রতিবন্ধী স্ত্রীকে নিয়ে দিনমজুরি করে সংসার চলে তার।কয়েকদিন আগে কাজ করতে বান্দরবান সদর থেকে রোয়াংছড়ি উপজেলায় যান তিনি,পরে বাড়িতে না থাকার সুযোগে শনিবার (১৪ মে) ফরহাদ ঘরে ঢুকে তার স্ত্রীকে ধর্ষণ করেন।সোমবার কাজ থেকে ফিরে বিষয়টি জানতে পেরে সকালে থানায় অভিযোগ করেন তিনি।এদিকে বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) মির্জা জহির উদ্দীন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ফরহাদ চৌধুরী নামে এক যুবককে আটক করা হয়েছে,আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হবে।