বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় দুই কেজি আফিমসহ এক যুবককে আটক করছে বান্দরবান র্যাব-১৫।
আটককৃতের নাম যুদ্ধ রাম ত্রিপুরা (৪০)।স্থানীয় ও পুলিশের সূত্রে জানা গেছে,শনিবার (২৮ মে ২০২২) বান্দরবান র্যাব-১৫ এর কমান্ডার মেজর পারভেজ আরেফীনের নেতৃত্বে গোপন সংবাদে ভিত্তিতে রোয়াংছড়ি বাজারস্থ আল মদিনা খাবার হোটেল অভিযান চালিয়ে দুই কেজি আফিম সহ ব্যবসায়ী যুদ্ধ রাম ত্রিপুরাকে হোটেল থেকে আটক করে রোয়াংছড়ি থানার সোপর্দ করা হয়েছে। তবে আফিমের বাজার মূল্য কত তা জানা যায়নি। আটককৃত ব্যক্তি জেলার রুমা উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নের রামদু পাড়া বাসিন্দার মানোলা ত্রিপুরা ছেলে বলে জানা গেছে।
রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, বান্দরবান র্যাব আফিম সহ একজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে এবং তার বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।