

সেলিম উদ্দিন (সহঃসম্পাদক,সিএইচটি টাইমস.কম):-অাজিজনগর জেনারেল হাসপাতালে চলছে সেবার নামে হয়রানি অার দিন দিন বাড়ছে অনৈতিক কর্মকান্ড।এ নিয়ে অনেকবার বিভিন্ন এফ বি অাই ডি সহ অনেক নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করার পর ও ভন্ড চিকিৎসক ডাঃজেমস কিছুদিনের জন্য সরে অাসলে ও সম্প্রতি অাবারো টাকার জন্য বেপরোয়া হয়ে উঠেছে।
সাম্প্রতিক সময়ে ডাঃজেমসের অপচিকিৎসার শিকার কয়েকজন ভূক্তভোগী ও তার অাত্মীয়স্বজন মিলে কয়েকদফা হামলা চালানোর মত কয়েকটি ঘঠনা ইতিমধ্যে ঘঠেছে।জেনারেল হাসপাতালের বিভিন্ন ভূল ও অপচিকিৎসার শিকার কয়েকজনের সাথে কথা বলে জানা যায় স্হানীয় ট্রলিচালক অাব্দুর রশিদের স্ত্রীর নিকট মিখ্যা এ্যাপেনডিক্সের কথা বলে ২৫০০০ টাকা হাতিয়ে নেয়া,গাইনাকাটার ২বছরের শিশুকণ্যা অাফিয়াকে জোকে ধরার পর তার রক্তক্ষরন বন্ধ করতে প্রসাবের রাস্তায় সেলাই করে দিয়ে ১০.০০০/- টাকা নিয়ে শিশুটিকে মৃত্যুমুখে ঢেলে দেয়া,ইসলামপুরের রহিমা বেগমকে ভূল অপারেশন দিয়ে পা কেটে ফেলা।অারো অনেক যেগুলোর সুনির্দিষ্ট প্রমান বিদ্যমান।শুধু তাই নয় মোটা অংকের টাকার জন্য রাতের অাধারে এ্যাম্বুলেসে করে এনে অবৈধ গর্ভপাত (ডি,এন,সি) করার অহরহ অভিযোগ রয়েছে।তার সমস্ত কর্মকান্ড খতিয়ে প্রয়োজনীয় ব্যবস্হা নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি অাকর্ষন করছেন এলাকাবাসি