করোনা ভাইরাস মোকাবেলায় জীবাণুনাশক স্প্রে হ্যান্ড স্যানিটাইজার ও করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন সচেতনতা মূলক লিফলেট বিতরণ করতে ছুটে যাচ্ছেন বান্দরবানের বীর বাহাদুর ফাউন্ডেশনের সভাপতি সাধারণ সম্পাদকশ সদস্যরা।
আজ সোমবার সকাল ১১ টার সময় বন্দরবান রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় বান্দরবান বীর বাহাদুর ফাউন্ডেশন এর উদ্যোগে রোয়াংছড়ি উপজেলা বাসীদের জন্য ৭০০টি হ্যান্ড স্যানিটাইজার, ১৫০টি সাবান তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যাননের হাতে।
এই সময় উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান, উপজেলা চেয়ারম্যান চ হাইমং মার্মা, বীর বাহাদুর ফাউন্ডেশন এর উপদেষ্টা আনিসুর রহমান সুজন সভাপতি খলিলুর রহমান সোহাগ, সহ-সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবলু সহ স্থানীয়রা।
এ সময় বীর বাহাদুর ফাউন্ডেশন এর সভাপতি মোঃ খলিলুর রহমান সোহাগ বলেন রোয়াংছড়ি উপজেলার জনসাধারণের জন্য বীর বাহাদুর ফাউন্ডেশন এর উদ্যোগে ৭০০টি হ্যান্ড স্যানিটাইজার ১৫০টি সাবান বিতরণ করা হয়। তিনি আরো বলেন করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা অতীব প্রয়োজন তিনি বলেন পার্বত্য মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়ের নির্দেশে জনগণকে সচেতন করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।