

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ- বান্দরবানের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জেলার সব পুলিশ কর্মকর্তাদের মাঝে একটি করে স্মার্ট মোবাইল ফোন বিতরণ করেছেন।গতকাল বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ বিষয়ক সভা শেষে এ ফোন বিতরণ করা হয়।পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এর সভাপতিত্বে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে মাসিক অপরাধ সভাটি অনুষ্ঠিত হয়।মাসিক অপরাধ বিষয়ক সভায় এসময় উপস্থিত ছিলেন অতিঃপুলিশ সুপার (প্রশাসন) মোঃকামরুজ্জামান,অতিঃপুলিশ সুপার (ডিএসবি) মোঃআলী হোসেন,অতিঃপুলিশ সুপার (ইনসার্ভিস ট্রেনিং সেন্টার) তাহসীন মাশরুফ হোসেন মাশফী,অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল) শম্পা রাণী সাহা,সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) ইয়াছির আরাফাত,সিনিয়র সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল),সহকারী পুলিশ সুপার (ডিএসবি),ওসি ডিবি, ডিআই-১,টিআই সহ সকল থানার অফিসার ইনর্চাজগণ।
সভায় বান্দরবান জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি,জঙ্গি দমন,মাদক উদ্ধার ও মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা,কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারী পরোয়ানা তামিল,স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি,জেলার গোয়েন্দা কার্যক্রম,কাউন্টার টেরারিজম ইউনিট এর নতুন সদস্যদের প্রশিক্ষণ,আসন্ন রমজানেরে পবিত্রতা রক্ষার বিষয় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।পরে পুলিশ সুপার জেলার সকল পুলিশ কর্মকর্তার মাঝে ০১ টি করে স্মার্ট মোবাইল ফোন বিতরণ করেন।