৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটলো কেন্দ্রীয় ছাত্রদল


প্রকাশের সময় :৩১ ডিসেম্বর, ২০১৭ ৯:০৫ : অপরাহ্ণ 719 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেন কেন্দ্রীয় ছাত্রদল সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক বায়েজিদ আরেফিন অনুগত ছাত্রদল নেতাকর্মীরা।নয়াপল্টনের কেন্দ্রীয় বিএনপি কার্যালয়ের চতুর্থ তলায় ছাত্রদল কার্যালয়ে আজ রবিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার ও যুগ্ম সাধারন সম্পাদক বায়েজিদ আরেফিন এর নেতৃত্বে কেক কাটা হয়।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের প্রভাবশালী সহ সাধারন সম্পাদক জাকির আহমেদ বাবু,সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সফি,কেন্দ্রীয় ছাত্রদলের সাইফুল ইসলাম সহ কেন্দ্রীয় ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল,ঢাকা মহানগর উত্তর,দক্ষিণ,বিভিন্ন কলেজ ছাত্রদল এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।কেক কাটার পর উপস্থিত ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন,দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ জনপ্রিয় ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সোমবার প্রথম প্রহরে (১ জানুয়ারী) ৩৯ বছর শুরু করতে যাচ্ছে।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদের হাত থেকে অস্ত্র দুর করে দিয়ে ছাত্রদলের কলম তুলে দিয়েছিলেন একটি সুখী সুন্দর সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন সৃষ্টি করার জন্য।শিক্ষা ঐক্য প্রগতির স্লোগান যারা হ্নদয় গভীরে আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করেছে তারাই ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছে।শহীদ জিয়াউর রহমানের অনবদ্য সৃষ্টি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নানা চড়াই উৎরাই পার করে বিগত উনচল্লিশ বছরের পূর্ববর্তী ইতিহাসে সবচেয়ে খারাপ এবং কঠিন একটি সময় পার করছে ছাত্রদল।আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তৃণমূল জাতীয়তাবাদী শক্তির প্রানের স্পন্দন জননন্দিত জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামীর যেকোনও আন্দোলন সংগ্রাম সফল করতে একযোগে কাজ করতে ঐক্যবদ্ধ হই।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!