

বান্দরবান অফিসঃ-২৬ শে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ হামদার্দ ল্যাবরেটরীজ বান্দরবান শাখার আয়োজনে সোমবার সকালে হামর্দাদ অফিস কার্যালয়ের সামনে গরীব,অসহায় ও দুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরন করা হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন এর উদ্ধোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিক্যাল অফিসার ডাঃ বামং প্রু মারমা,সিকিৎসা সেবা প্রদান করেন হামার্দাদ বান্দরবান শাখার সহকারী মেডিক্যাল অফিসার হাকীম পুলি চাকমা,এই সময় অনান্যের মধ্যে আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা সাবেক জেলা কমান্ডার এম এ জলিল,হিউম্যানিটারিয়ান ফান্ডেশন বান্দরবানের প্রকল্প কর্মকর্তা মানব কল্যাণ চাকমা, হামদার্দ বান্দরবান জেলার ব্যবস্থাপনা শাখা পরিচালক মো: আবদুল হালিম সহ ডাক্তার,কেমিষ্ট,সাংবাদিক অফিস স্টাফ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ চিৎিসা নিতে আসা বিভিন্ন বয়সের রোগীগণ। অনুষ্ঠানে অতিথিরা বলেন,ভেষজ ওষুদ গুনাবলি সমৃদ্ধ প্রতিষ্ঠান হামর্দাদ যা বাংলাদেশের সকল যায়গায় ছড়িয়ে আছে এবং মানুষকে চিকিৎসা সেবা প্রদান করে সুনাম অর্জন মাধ্যমে মানুষের মনের বিশ্বাস স্থাপন করেছে। যা বর্তমানে বাংলাদেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পরেছে। মানুষ বিভিন্ন দূর দুরান্ত থেকে পারসেল যোগেও এই চিকিৎসা সেবা পাচ্ছে । আর এই ভেষজ ওষুদের গুনাবলি সর্ম্পকে জনসাধারনকে সচেতন করার জন্য বাংলাদেশে তৈরি হয়েছে বাংলাদেশ হামর্দাদ গবেষনা কেন্দ্র। যেখানে বর্তমানে বিভিন্ন শিক্ষা কার্যক্রম ও চালু আছে এবং হামর্দাদের সুচিকিৎসা যাতে সকলের কাছে পেীঁেছ দিতে পারে তার জন্য নানা গবেষনা মুলক ব্যাবস্থাও গ্রহন করা হয়েছে। বাংলাদেশে গুরুত্ব পুর্ণ জাতীয় ও বিশেষ দিবসে হামর্দদ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ প্রতিবারের ন্যায় ২৬ মার্চ ২০১৮ইং সকাল ১০টা হইতে দুপুর ১টা পর্যন্ত হামদর্দ বান্দরবান শাখা কর্তৃক আয়োজিত মেডিক্যাল ক্যাম্পে প্রায় শতাধিক গরীব অসহায় ও দুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।