একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে সিলেট-২ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন গণফোরাম নেতা মোকাব্বির খান। যার কারণে মঙ্গলবার (২ এপ্রিল) স্পিকার ড. শিরীন শারমিনের কাছে একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেন গণফোরামের এ নেতা।
শপথ নেয়ার ২ দিন পর বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে দলের সভাপতি ড. কামালের মতিঝিল চেম্বারে সৌজন্য সাক্ষাতের জন্য গিয়েছিলেন মোকাব্বির। দেখা করতে গিয়ে ড. কামালের ‘ধমক’শুনে বেরিয়ে যান মোকাব্বির খান। ড. কামালের মতিঝিল চেম্বারে উপস্থিত একাধিক নেতার বরাতে তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
সূত্র বলছে, এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন- গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতা নুরুল হুদা মিলু চৌধুরী ও ঐক্যবদ্ধ ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু।
মিলু চৌধুরী জানান, মোকাব্বির খান এসে কামাল স্যারকে সালাম দিতেই স্যার চরম রাগান্বিত হয়ে বলেন-‘তুমি এখান থেকে বেরিয়ে যাও, গেট আউট, গেট আউট। আমার অফিস ও চেম্বারের দরজা তোমার জন্য চিরতরে বন্ধ। তুমি আমাদের সঙ্গে বেইমানি করেছ। তোমার মুখ দেখতে চাই না আমি। বের হয়ে যাও।’ কামাল স্যারের এমন ব্যবহারে লজ্জা পেয়ে যান মোকাব্বির খান। এক পর্যায়ে মাথা নিচু করে নিঃশব্দে চেম্বার ত্যাগ করেন তিনি।
তবে এ বিষয়ে মোকাব্বির খানের কোনো বক্তব্য তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি। এর আগে মোকাব্বির জানিয়েছিলেন, গণফোরামের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের অনুমতি নিয়েই তিনি শপথ নিয়েছেন। তার পার্টি থেকে বলা হয়েছে শপথ নিতে।
এ প্রসঙ্গে ঐক্যফ্রন্ট থেকে জয়ী অপর সংসদ সদস্য সুলতান মনসুর বলেন, মূলত হিংসা থেকেই ড. কামাল এমন করেছেন। তিনি জীবনেও সংসদ নির্বাচনে জয়ী হতে পারেননি। অথচ তার দলের হয়ে আমরা দুই জন নিজের যোগ্যতায় জয়ী হয়ে গেলাম। যা কোনো ভাবেই সহ্য করতে পারছেন না ড. কামাল হোসেন। আমি তাকে অত্যন্ত উদারপন্থী নেতা হিসেবেই মনে করতাম। কিন্তু তার এ ব্যবহার আমাকে অবাক করেছে।
বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করে বিএনপি ত্যাগ করা নেতা শমসের মুবিন চৌধুরী বলেন, আসলে ড. কামাল চাইলেও সুলতান মনসুর ও মোকাব্বির খানকে নিজের কাছে স্থান দিতে পারছেন না। কারণ তিনি বর্তমানে চলছেন তারেক রহমানের ইশারায়। শুনেছি বিএনপির মহাসচিব পদ থেকে মির্জা ফখরুলকে সরিয়ে ড. কামালকে স্থান দিতে পারেন তারেক রহমান। আমার মনে হয় তারেক রহমানের মন জয় করতেই সুলতান মনসুর ও মোকাব্বির খানের সঙ্গে এমন ব্যবহার করছেন ড. কামাল।