সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-রাঙামাটির পাহাড় ধব্বসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসার সময় চট্টগ্রামের রাঙ্গুনিয়া শান্তির হাট নামক এলাকায় আওয়ামীলীগের নেতা কর্মীরা বিএনপির সহাসচিব মির্জা ফখরুলের গাড়ী বহরে হামলা চালায় এঘটনার প্রতিবাদে রোববার দুপুরে শহরের কাঠাঁলতলীস্থ জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করে সংগঠনটি।এতে জেলা বিএনপি সভাপতি হাজি মো.শাহ আলম অভিযোগ করেন,গত ১৩ জুন রাঙামাটিতে পাহাড় ধসে যারা নিহত ও আহত হয়েছেন তাদের পাশে দাড়াতে বিএনপি মহাসচিবসহ ৮-১০ জনের একটি টিম নগদ অর্থ নিয়ে দূর্গতদের হাতে তুলে দেওয়ার জন্য রাঙামাটি ক্ষতিগ্রস্ত এলাকায় চট্টগ্রাম থেকে আসার পথে রাঙ্গুনিয়ায় ড.হাসান মাহমুদের নির্দেশে তার ক্যাডাররা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়ি বহরে হামলা ও মারধর করে।তিনি আরো বলেন,ফখরুলসহ বিএনপির যে সব নেতাদের উপর হামলা ও গাড়ি ভাংচুর করা হয়েছে এ হামলা রাঙামাটিবাসীর উপরে করা হয়েছে।দলের মহাসচিব এখানে রাজনীতি করতে আসেনি।তিনি এখানে আসতে চেয়েছেন শুধু ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিতে,কিন্তু আ’লীগ মূখোশধারী নেতা ড.হাসান মাহমুদের ক্যাডাররা পরিকল্পিত ভাবে এ হামলা চালিয়েছে।এ হামলা গণতন্তের উপর আঘাত এনেছে।দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি সভাপতি হাজি শাহ আলমের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।প্রতিবাদ সমাবেশে কড় সমালোচনা করে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান, কেন্দ্রীয় বিএনপির সদস্য কর্ণেল (অবঃ) মণীষ দেওয়ান, জেলা বিএনপি যুগ্ন সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন,জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম পনির,জেলা যুবদল সভাপতি সাইফুল ইসলাম শাকিল,জেলা ছাত্রদল সভাপতি আবু সাদাত মো.সায়েমসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ।সমাবেশে বক্তারা আরো বলেন,বিএনপির মহাসচিবের গাড়ি বহরে হামলার প্রতিবাদে জেলা বিএনপি তাৎক্ষণিক হরতাল কর্মসূচি ঘোষনা করতেন কিন্তু এক দিকে রোজা অন্য দিকে রাঙামাটির মানুষ শোকাহত তাই হরতালের মত কর্মসূচি প্রত্যাহার করা হলো।যেহেতু বিএনপি মাটি ও মানুষের রাজনীতি করে সে দিকে লক্ষ রেখে সোমবারের হরতাল প্রত্যাহার করা হলো।বক্তারা আরো বলেন,আমরা জানি মহাসচিবের গাড়ি বহরে হামলার বিচার কোথায় পাব না। তাই আমরা বিচার প্রার্থী হয়ে লাভও নাই।এ সরকারের আমলে আমরা কোথায় ন্যায় বিচার পাইনি।আ’লীগ ত্রাণ সামগ্রী নিয়ে রাজনীতি করছে।নিহত আহতদের দেখার জন্য এখানে অনেক বড় বড় মন্ত্রী এসেছে তারা শুধু চেহারা দেখিয়ে চলে গেছেন।কাজের বেলায় এসব মন্ত্রী এমপিরা জনগণের বা ক্ষতিগ্রস্তদের কোন কাজেই লাগছে না।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.