

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ক্ষতিগ্রস্ত পাহাড়ীদের ত্রান নেবার আহবান জানিয়ে বলেছেন, ক্ষতিগ্রস্তরা হয়তো তাদের মনের কষ্ট,দুঃখ,বেদনা থেকে ত্রাণ নিচ্ছেন না।আগে খেয়ে বেঁচে থাকতে হবে।তারপর আন্দোলন করতে হবে।আন্দোলন করতে হলে শক্তি সঞ্চয় করতে হবে,দুষ্ট দমন করতে হবে।না খেয়ে দুর্বল হয়ে থাকলে দুষ্টরা আরো সাহস পাবে।দুষ্টরা লাভবান হবে।এই বিপদের সময় ক্ষতিগ্রস্তদের বেঁচে থাকতে হবে।এই বর্ষায় ক্ষতিগ্রস্তদের যেন বেশি কষ্ট পেতে না হয় সেজন্য তাদের বাড়ি দ্রুত নির্মাণ করা হবে।গত বুধবার (৭ জুন) ১৪ দলের লংগদু পরিদর্শনের সময় তিন টিলা বন বিহারে তিনি এই আহবান জানান।বীর বাহাদুর এমপি আরো বলেন,যা শুনেছি তা দেখতে লংগদু এসেছি,যারা এই কাজটি করেছে,এদের অমানুষ বললে ভাষাটি সুন্দর শুনা যায়।এরা পশুর চেয়েও খারাপ।প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে,যারা এই কাজ করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।খুব শিগগিরই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে না হলে বর্ষায় ক্ষতিগ্রস্তরা কষ্ট পাবে।বীর বাহাদুর এমপি আরো বলেন,হত্যাকান্ড এবং আগুন দেয়া এই দুটি কাজই জঘন্য।দোষীদের আইনের আওতায় আনতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে তাই কেউ ছাড় পাবে না।