দেড় মাস আগে ঘটে যাওয়া ঘটনাকে করোনার ত্রাণের সঙ্গে যুক্ত করে ছড়ানো হলো গুজব। সাভারের সাথী বেগমের সহায়তা না পেয়ে মাথার চুল বিক্রি করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন খোদ সেই গৃহবধূই। জেলা প্রশাসকের তিন সদস্যের দলও তার সঙ্গে দেখা করেছেন।
সাভারের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা গৃহবধূ সাথী বেগম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল তার এক ভিডিও। যেখানে বলা হচ্ছে ত্রাণ না পেয়ে মাথার চুল বিক্রি করে শিশুর খাবার কিনেছেন তিনি।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে সময় সংবাদের মুখোমুখি হয়ে সাথী জানালেন, দেড় মাস আগে ১৮০ টাকায় চুল বিক্রি করেন তিনি। আর এ কাজটা করে আসছেন নিয়মিতই। মঙ্গলবার দুপুরে ত্রাণ পাওয়ার আশায় স্থানীয় এক সাংবাদিকের সাথে দেখা করেন। এ সময় কয়েকজন মানুষ এসে মোবাইলে তার ছবি তুলে নিয়ে যায়।
এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হবার পর বুধবার ঢাকা জেলা প্রশাসকের পক্ষ হতে তিন সদস্যের একটি দল তার সঙ্গে দেখা করেন। এ সময় সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জানান, কোন জনপ্রতিনিধি বা প্রশাসনের কাছে ত্রাণ চাননি সাথী।
যারা ত্রাণ নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে বলেও জানান তিনি