

স্টাফ রিপোর্টারঃ-বান্দরবান সদর উপজেলা অন্তগর্ত ৪নং সুয়ালক ইউনিয়নের প্রত্যন্ত দুইটি ফোরকানিয়া মাদ্রাসা কে জানাজায় ব্যাবহারের জন্য স্টীলের খাটিয়া প্রদান করা হয়েছে।মাদ্রাসাগুলো হলো শিকদার পাড়া ফোরকানিয়া মাদ্রাসা ও সুলতান পুর বিশারিখোলা ফোরকানিয়া মাদ্রাসা।১৬ মে রোজ মঙ্গলবার বিকেল ৫ টায় ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে একটা অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মাদ্রাসা দুইটির পরিচালনা পরিষদকে স্টীলের খাটিয়া গুলো হস্তান্তর করা হয়।খাটিয়া গুলো হস্তান্তর করেন বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুয়ালক ইউনিয়ন পরিষ্কার চেয়ারম্যান উ ক্যা নু মার্মা,সুয়ালক ইউনিয়নের ২নং ওয়ার্ড এর ইউপি সদস্য আব্দুস ছবুর,বিশারিখোলা ফোরকানিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নুরুল হাকিম সর্দার ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।উপজেলা সুত্রে জানা যায় টি.আর খাত এর অর্থায়নে স্টীলের জানাজা খাটিয়া গুলো মাদ্রাসা কতৃপক্ষকে বিতরণ করা হয়েছে এবং আগামীতে সদর উপজেলা অন্তগর্ত আরও বেশকিছু মসজিদ ও মাদ্রাসা কে এই ধরনের স্টীলের জানাজা খাটিয়া বিতরণ করা হবে।এদিকে জানাজার খাটিয়া গুলো পেয়ে স্থানীয় জনগণ বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন।তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এর আন্তরিকতার প্রশংসা করে সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং তাঁর সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।