সিএইচটি নিউজ ডেস্কঃ-সরকারের হস্তক্ষেপে কোনও নির্বাচন সুষ্ঠু হয় না—কেসিসির নির্বাচনেও সেটা প্রমাণ হচ্ছে বলে জানিয়েছেন দলটির মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।তিনি আরো বলেন, যত বাধাই আসুক না কেন,খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন থেকে বিএনপি সরে দাঁড়াবে না।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে মঙ্গলবার (১৫ মে)।ইতিমধ্যে রবিবার (১৩ মে) মধ্যরাতে শেষ হয়েছে প্রচারণা।রবিবার দুপুর থেকে নির্বাচনি এলাকায় বিজিবিও মোতায়েন করা হয়েছে।
সন্ধ্যায় তিনি নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের করের বাজার এলাকায় শেষ মুহূর্তের গণসংযোগে ব্যস্ত সময় কাটান।নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানতে চাইলে তিনি বলেন, ‘খুলনা শহরজুড়ে পুলিশের ধরপাকড় চলছে। বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুর হচ্ছে। পুরো শহরে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে।’ নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘সরকারের হস্তক্ষেপে কোনও নির্বাচন সুষ্ঠু হয় না—কেসিসির নির্বাচনেও সেটা প্রমাণ হচ্ছে।এতকিছুর পরও বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়াবে না। কারণ, সরকারের আসল চেহারা জনগণের কাছে তুলে ধরার এটাই সর্বোচ্চ সুযোগ।এই পরিস্থিতির মধ্য দিয়ে জনগণ আওয়ামী লীগের প্রকৃত চরিত্র উপলব্ধি করছে এবং করবে।’ তিনি আরও বলেন, ‘জনগণ সঠিক রায় দিয়ে এর জবাব দিতে পারবে—যদি নির্বাচন সুষ্ঠু হয় এবং শান্তিপূর্ণ পরিবশে বজায় থাকে।’