

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান শহর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক বিশ্রামাগার শুভ উদ্ভোধন ও পরে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়।শনিবার সকালে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠান ও অভিভাবক মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোঃমাকসুদ চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মফিদুল আলম,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিটন বড়ুয়া,বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ডালি মার্মাসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মায়েরা উপস্থিত ছিল।
এসময় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ।এ শিশুদের সত্যিকারের যোগ্যসন্তান হিসেবে গড়ে তুলতে শিক্ষার কোন বিকল্প নেই।এ সময় তিনি শিক্ষক ও অভিভাবকদের শিশুদের প্রতি বিশেষ নজর রাখার জন্য অনুরোধ করেন।