সমাপ্ত হলো বান্দরবান জেলা ক্রীড়া উন্নয়ন ফোরাম ঘোষিত ৬ ক্রীড়া কর্মসূচির প্রথম আয়োজন বান্দরবান হিল ম্যারাথন-২০২৫।শনিবার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় বান্দরবান পৌর এলাকার রাজার মাঠ থেকে শুরু হয়ে পাহাড়ের উচু নিচু সড়ক পেরিয়ে সুয়ালক আনসার ক্যাম্প পর্যন্ত গিয়ে আবার রাজার মাঠে ফিরে এই ম্যারাথন সকাল ১০টায় শেষ হয়।বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর সার্বিক পৃষ্ঠপোষকতায় এতে সহযোগিতা করে বান্দরবান সেনা জোন।শনিবার ভোর ৫ টা ৪০ মিনিটে এই হিল ম্যারাথনের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ক্রীড়া বিষয়ক কনভেনিং কমিটির কনভেনর এ্যাডভোকেট উবাথোয়াই মারমা।এবারের প্রতিযোগিতায় বান্দরবান জেলার পাশাপাশি দেশের বিভিন্ন জেলার প্রায় ৩০০ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন।বান্দরবান- চট্টগ্রাম সড়ক ধরে রাজার মাঠ থেকে শুরু করে সুয়ালক পর্যন্ত ২১কিলোমিটার পথ অতিক্রম করেন ক্রীড়াবিদরা।ম্যারাথনে প্রথম স্থান অর্জন করেন মৌলভীবাজারের কুলাউরা থানার আশরাফুল আলম,যিনি ১ ঘণ্টা ২২ মিনিট সময় নিয়ে দৌড় শেষ করেন।২য় হয়েছেন খুলনা সদরের পলাশ শেখ (সময়: ১ ঘণ্টা ২৮ মিনিট) এবং তৃতীয় হয়েছেন সুনামগঞ্জের রায়হান উদ্দিন (সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট)।আশরাফুল আলম জানান,তিনি এর আগে ১৩০ বারেরও বেশি দেশে ও আন্তর্জাতিক ম্যারাথনে অংশগ্রহণ করেছেন এবং ভারতে ৪২ কিলোমিটার ম্যারাথনে চ্যাম্পিয়ন হয়েছেন।এছাড়াও ম্যারাথনে অংশ নেন ৮ নারী ক্রীড়াবিদ।তাদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আয়েশা আক্তার জুলি জানান,তিনি সাধারণ ক্যাটাগরিতে নারীদের মধ্যে প্রথম হয়েছেন।এবারই প্রথম তিনি পাহাড়ি এলাকায় ম্যারাথনে অংশ নেন,এর আগে তিনি দেশের বিভিন্ন স্থানে মোট ১২বার ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন।এবারের প্রতিযোগিতায় সবচেয়ে বয়স্ক প্রতিযোগী ছিলেন গাজীপুর থেকে আসা ৭৮বছর বয়সী আব্দুল জব্বার ভূঁইয়া।তিনি এর আগে দেশের বিভিন্ন এলাকায় ৪২বার ম্যারাথনে অংশ নিয়েছেন।পার্বত্য এলাকায় এটি তার দ্বিতীয়বার অংশগ্রহণ বলে জানান তিনি।ম্যারাথন শেষে রাজারমাঠে এক সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।বান্দরবান জেলা ক্রীড়া উন্নয়ন ফোরামের আহ্বায়ক অং চ মং মারমা এর সভাপতিত্বে এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট উবাথোয়াই মারমা,মো.নাছির উদ্দিন, এ্যাডভোকেট আবুল কালাম,দৈনিক সচিত্র মৈত্রী সম্পাদক অধ্যাপক মো.ওসমানগণি বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।এদিন ২০জন দৌড়বিদ কে প্রাইজমানি হিসেবে ৭৬ হাজার টাকার নগদ অর্থ তুলে দেয়া হয়।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2025 Chttimes.com. All rights reserved.