সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-এনপিপি ও এনডিএফ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সদ্য প্রয়াত জাতীয় নেতা শেখ শওকত হোসেন নিলু স্মরনে গত ২৫মে বিকেল ৪টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এনডিএফ আয়োজিত শোকসভায় প্রধান অতিথি বলেন-নিলু সত্যবাদী,ন্যায়নিষ্ঠ ও সৎ রাজনীতিক ছিলেন। তিনি বড় মাপের,বড় মানের বিশাল বাজনৈতিক শক্তিরও অধিকারী ছিলেন।তাঁর পিতা শেখ শাহাদাৎ হোসেন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাল্যবন্ধু ছিলেন।১৯৫৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত নিষ্ঠার সাথে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের ইতিহাস রচনা করে গিয়েছিলেন মরহুম শেখ শাহদাৎ হোসেন।এনডিএফ নেতৃবৃন্দ বলেন-পানির ন্যায্য হিস্যার দাবিতে মাওলানা ভাসানীর নেতৃত্বে সংগঠিত ফারাক্কা অভিমুখী লংমার্চের অগ্রণী শেখ শওকত হোসেন নিলু ছিলেন মুক্তিযুদ্বের চেতনায় জাতীয়তাবাদ ও ধর্মীয় মুল্যবোধের ভিত্ততে বিকল্প রাজনৈতিক শক্তির রূপকার। মৃত্যুর এক সপ্তাহে পূর্বেও তিনি ফারাক্কা সমস্যা নিয়ে জীবনের শেষ লেখাটি লিখে গেছেন।আমৃত্যু তিনি দেশের মানুষের এ জীবন মরন সম্যস্যাটি নিজের সমস্যা হিসেবে উপলব্ধি করেছিলেন।নিলুর জীবনের শেষ ইচ্ছা ছিল সুপ্রিমর্কোট চত্বর থেকে গ্রীক মুর্তি অপসারণ ও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এনডিএফ জোট থেকে ৩০০ আসনে প্রার্থী সুনিশ্চিত করা।আল্লাহর অশেষ রহমতে সরকারের সদিচ্ছায় গ্রীক মুর্তি অপসারন হয়েছে। ৩০০ আসনে প্রার্থী সুনিশ্চিতকরণে আমরা নিরলসভাবে দিনরাত কাজ করে যাচ্ছি।এনডিএফ জোটভুক্ত ১০টি রাজনৈতিক দল হচ্ছে-এনপিপি (সরকারি নিবন্ধন নম্বর -২২,দলীয় প্রতীক আম),তৃণমূল ন্যাপ,জাগপা,জাতীয় স্বধীনতা পার্টি,বাংলাদেশ ইসলামিক পার্টি,বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস,মুসলিম লীগ,ন্যাপ ভাসানী ও এনডিপি।
শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে গোপালগজ্ঞ জেলার দায়িত্বপ্রাপ্ত শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।এনডিএফ জোটের আহবায়ক ও এনপিপির প্রেসিডিয়াম সদস্য শেখ সালাউদ্দীন সালুর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বিশেষ অতিথি ছিলেন-যথাক্রমে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী,ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ন সম্পাদক মাওলানা এ টি এম হেমায়েত উদ্দীন।বক্তব্য রাখেন-বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ শওকত হোসেন এম পি,এনপিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: বাবুর সরদার চাখারী,এনপিপির প্রেসিডিয়াম সদস্য যথাক্রমে মিসেস খালেকুজ্জামান খান দুদু,শেখ আবুল কালাম,আনিসুর রহমান দেওয়ান,এপিপির ভারপ্রাপ্ত মহাসচিব সৈয়দ মাহমুদুল হক আক্কাস,বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আকতারুজ্জামান কুটি।আরও বক্তব্য রাখেন-এনডিএফ জোটের সদস্য সচিব এ কে এম মহিউদ্দীন আহমেদ বাবলু,তৃণমূল ন্যাপের চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী,জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস,ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মো: আবদুল হাই সরকার,বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের কাজী ছাব্বির,তৃণমূল ন্যপের কো-চেয়ারম্যান হামিদুর রেজা খান পরশ ভাসানী,জাতীয় স্বাধীনতা পার্টির মহাসচিব মিজানুর রহমান মিজু,জাগপা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান,এনপিপির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ ড.মোহাম্মদ জাহেদ খান,এনপিপির চট্টগ্রাম মহানগর সভাপতি সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ মুকতাদের আজাদ খান প্রমুখ।বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব মোহাম্মদ মহিউদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় দোয়া মাহফিল পারচালনা করেন ন্যাশনাল পিপলস ওলামা পার্টির কেন্দ্রীয় সভাপতি মাওলানা নুর মোহাম্মদ সিরাজী।প্রসঙ্গতঃশেখ শওকত হোসেন নিলু গোপালগজ্ঞের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে ১৯৫২ সালে ৩ এপ্রিল জন্মগ্রহন করেন এবং ২০১৭ সালের ৬ মে রাত ১০টা ৪০ মিনিটে ঢাকায় স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।৮ মে ২০১৭ তিনটি জানাযা শেষে ঢাকায় বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.