

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্য অঞ্চলে শান্তি চুক্তি স্বাক্ষরের পর এই অঞ্চলে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে।সারা দেশ থেকে হাজার হাজার পর্যটক এই অঞ্চলে ভ্রমন করতে আসে।কিন্তু বিশেষ মহলের যড়যন্ত্রের ফলে পার্বত্য এলাকায় মাঝে মাঝে অস্থিতিশীল অবস্থা বিরাজ করে,তাই সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে এই অঞ্চলকে একটি আকর্ষনীয় পর্যটন এলাকা হিসাবে গড়ে তুলতে হবে।তিনি শনিবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২৫ লাখ টাকা ব্যয়ে কাপ্তাই উপজেলার ২নং রাইখালি ইউনিয়নের রায় সাহেব বৌদ্ধ বিহারের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।বিহার পরিচালনা কমিটির সভাপতি রুবি চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য দীপংকর তালুকদার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, রাংগামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, রাঙামাটি জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মার্মা, বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যাসুই প্রু মার্মা, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী প্রমূখ।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন,সন্ত্রাস,চাঁদাবাজির কারনে পাহাড়ের মানুষ অতিষ্ঠ,চুক্তির পরও কিছু স্বার্থান্বেসী মহল অবৈধ অস্ত্র ব্যবহার করে সাধারন মানুষকে জিম্মি করে রেখেছে তাই পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধার না হলে এই এলাকায় পরিপূর্ন শান্তি ফিরে আসবে না।আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন,৩২১ নং মৌজার হেডম্যান উচিংথোয়াই চৌধুরী বাবলু।ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে কাপ্তাই উপজেলার বাংলাদেশ আওয়ামীলীগ এবং এর সংগঠনের নেতা কর্মী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক,ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এর আগে পার্বত্য প্রতিমন্ত্রী রাইখালি ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং উন্নয়ন মূলক কর্মকান্ড পরিদর্শন করেন।