
সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন,শুধু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুললে হবে না,শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে আসা শিক্ষার্থীদের সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলুন।জাতির ভবিষ্যতের ভালোর জন্য এসব শিক্ষার্থীদের যত্ন নিন।দেশের সমুজ্জল ভবিষ্যত তাদেরই হাতে।বৃহস্পতিবার রাঙ্গামাটি শহরের ঐতিহ্যবাহি রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।তিনি বলেন,শিক্ষার উন্নয়নে কোন আপোষ নয়।বর্তমান প্রজন্মকে সঠিক ইতিহাসের তথ্য উপাত্ত তুলে ধরে সঠিকভাবে গড়ে তুলতে হবে।অভিভাবকরা ছেলেমেয়ে দেরকে বিদ্যালয়ে পাঠান সুশিক্ষিত ও সত্যিকার মানুষ হওয়ার জন্য।তিনি শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন,সত্যিকার জাতি গঠনে নিজেদেরকে মনোনিবেশ করুন।শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেন সত্যিকার মানুষ বের হতে পারে।অভিভাবক,শিক্ষক ও শিক্ষার্থী এ তিনের মধ্যে সমন্বয় রেখে কাজ করে যেতে হবে।দেশের ভবিষ্যত কান্ডারি তৈরি করতে এ তিনটি চরিত্রের গুরুত্ব অনেক। তিনি পার্বত্যাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে আরো বেশি কাজ করে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।এ সময় সংরক্ষিত মহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু,সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ও পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা,ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ,জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা,জেলা প্রশাসক মো.মানজারুল মান্নান,চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়,জেলা পরিষদ সদস্য হাজী মো.মুছা মাতব্বরসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা,ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে জেলার ঐতিহ্যবাহী এ বিদ্যালয়টির নতুন ভবনের কাজ শুরু হয় ২০০৯ সালে।শেষ হয় চলতি বছর।