

রাজনীতি সংবাদঃ-কোটা সংস্কার ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠা আন্দোলন নিয়ে চলছে বেশ আলোচনা।যেসব শিক্ষার্থীরা আন্দোলন করছিলো তাদেরকে রাজাকারের বাচ্চা সম্ভোধন করে সংসদে বক্তব্য রেখেছিলেন অগ্নিকন্যা খ্যাত প্রবীণ রাজনীতিবিদ মতিয়া চৌধুরী,এমন সংবাদই প্রচার করা হয় বিভিন্ন গনমাধ্যম থেকে।আর এই কথা বলার ব্যাখ্যাটাই এবার নিজে দিলেন মতিয়া চৌধুরী।মতিয়া বলেন, “দেখেন,আমি কি বলেছি।আমি বলেছি মুখোশ পরে যারা উপাচার্যের বাসভবনে হামলা করেছে তাদেেরকে ‘ইতর’ বলেছি।আমি বলেছি সাইদীর বিচারের পর সাঈদীকে চাঁদে দেখা গেছে এটা বলে যারা তাণ্ডব চালিয়েছিল,তাদের সঙ্গে এই তাণ্ডবের সাদৃশ্য আছে।’ মতিয়া আরো বলেন, “যারা এই হামলা চালিয়েছে তারা অবশ্যই ‘রাজাকারের বাচ্চা’। মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এরা সব সময়ই ষড়যন্ত্র করেছে।’ বর্ষীয়ান এই রাজনীতিবিদ আরও বলেন, ‘আমি খুশি হতাম যদি শিক্ষার্থীরা আমার পুরো বক্তব্যটা শুনতো।কিন্তু ওই ‘রাজাকারের বাচ্চারাই’ আমার বক্তব্য কে খন্ডিত করে প্রচার করছে।আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলেছি,সেটা অন্য কথা।” বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘আমি এখনো বিশ্বাস করি,এটা শুধু কোটা সংস্কারের আন্দোলন নয়,এর পেছনে বিএনপি-জামাতের মদদ আছে।রাজাকারের বাচ্চারা’ এই আন্দোলনে মদদ দিচ্ছে।