

৫ম ধাপে অনুষ্ঠিত বান্দরবান সদরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত তিন ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকালে (১৮ ফেব্রুয়ারি) বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা।শপথ গ্রহণ করেন যথাক্রমে কুহালং,সুয়ালক ও টংকাবতী ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী ও পুরুষ ইউপি সদস্যরা।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাজু মং হ্যাডমেন ও ইয়সা মার্মা।এসময় শপথ গ্রহণ করা নবনির্বাচিত ইউপি সদস্যদেরকে উদ্দেশ্য করে উপজেলা নির্বাহী অফিসার (সদর) বলেন,প্রান্তিক জনগোষ্ঠী তথা সাধারণ জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত উন্নয়ন কর্মকান্ডগুলো সততা এবং নিষ্ঠার সাথে বাস্তবায়ন করতে হবে।এসময় শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত ৩ ইউপি চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন।শপথ অনুষ্ঠান শেষে নির্বাচিত জনপ্রতিনিধিদের সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা।অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তা,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।