বান্দরবানের লামায় আগুন নিয়ে ১৭ ঘর পুড়িয়ে দেওয়ার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
সড়কপথে বান্দরবান সদর থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা লামা উপজেলার সরই ইউনিয়নের পূর্ব বেতছড়া পাড়ায় যান। পরে তিনি আগুনে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি এবং এলাকা পরিদর্শন করেন।এসময় এলাকার ত্রিপুরা সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কথা বলেন পার্বত্য উপদেষ্টা।
ঘটনাস্থল পরিদর্শন শেষে পার্বত্য উপদেষ্টা বলেন, এ ঘটনা যারা ঘটিয়েছে,তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।সবার নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেষ্ট রয়েছে এবং আইনের মাধ্যমে সব সমস্যার সমাধান করা হবে।তিনি আরও বলেন,এ ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি।
ঘর পুড়ে যাওয়ায় যারা কষ্ট পাচ্ছেন,তাদের আমরা সহযোগিতা করব।প্রধান উপদেষ্টাও এ ঘটনায় নিন্দা জানিয়েছেন এবং আমাকে নির্দেশ দিয়েছেন,ক্ষতিগ্রস্তদের যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করে দিতে।আমরা যতটুকু পারি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে ক্ষতিগ্রস্তদের পাশে আছি,আগামীতেও থাকব।