সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ- বান্দরবান সহ তিন পার্বত্য জেলায় পাহাড় ধসে নিহতদের শান্তি কামনা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন,পাহাড় ধসে মাটি চাপায় আর কাউকে হারাতে চাই না।আজ এ অনুষ্ঠানে যাদেরকে দেখে যাচ্ছি,আগামীতেও আসলে যেন তাদেরকে সুস্থ দেখতে পাই।পাহাড় ধসের কারণে যেন আর কাউকে হারাতে না হয়।শনিবার দুপুরে বান্দরবানের লামা পৌরসভার আয়োজনে দুুঃস্থদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিজিএফ এর বরাদ্দকৃত চাল ও বিভিন্ন প্রতিষ্ঠানে সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,অসচেতনতার কারণেই পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটছে।কিন্তু একটু সচেতন হলেই পাহাড় ধসে প্রাণহানির ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।তাই এখন থেকেই সবাইকে সচেতন হতে হবে।অতি বৃষ্টি শুরু হলেই,পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদেরকে দ্রুত নিরাপদে আশ্রয় নিতে হবে।দুর্যোগের সময় স্থানীয় জনপ্রতিনিধি,হেডম্যান, কারবারী,শিক্ষক,মসজিদ,মন্দির,গির্জা,কেয়াং প্রধান দেরকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি।লামা পৌরসভার মেয়র মো.জহিরুল ইসলামের সভাপতিত্বে পৌরসভা প্রাঙ্গণে চাল ও বিভিন্ন প্রতিষ্ঠানে সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,আলীকদম সেনাবাহিনীর জোন কমান্ডার লে.কর্নেল মাহাবুবুর রহমান,জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ,মোস্তফা জামাল,ফাতেমা পারুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা খিন ওয়ান নু,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল,জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু মুছা ফারুকী বিশেষ অতিথি ছিলেন।এসময় অন্যদের মধ্যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াই চিং মার্মা,ছাচিংপ্রু মারমা,মিন্টু কুমার সেন,পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা প্রমুখ।এর আগে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আলীকদম উপজেলার দুটি ইউনিয়নের গরীব দুঃস্থদের মাঝে চাল ও সোলার প্যানেল বিতরণ করেন।এসময় আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম,আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃনায়েরুজ্জামান,উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান শিরিন আক্তার সহ স্থানীয় দুই ইউনিয়নের চেয়ারম্যান,আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং উপজেলা আওয়ামীলীগ এর বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আলীকদম সুধী সমাবেশেও বক্তব্য রাখেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।আলীকদম উপজেলার কর্মসূচি শেষ করে লামা উপজেলায় পৌঁছে পার্বত্য প্রতিমন্ত্রী এলজিআরডি মন্ত্রণালয় হতে লামা পৌরসভার জন্য সদ্য বরাদ্দকৃত এক্সকাভেটর (মাটি সমান্তরাল করার আধুনিক যন্ত্র) ও স্টাটিক রোড রোলারের চাবি আনুষ্ঠানিকভাবে মেয়রের হাতে তুলে দেন।পরে উপজেলার ফাইতং ও আজিজনগর ইউনিয়নে চাল বিতরণ করেন পার্বত্য প্রতিমন্ত্রী।সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।আজিজনগর আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর বাহাদুর উশৈসিং এমপি।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সহ উপজেলা আওয়ামীলীগ ও স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।পার্বত্য প্রতিমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী ইয়াসিন করীম এর সার্বিক ব্যাবস্থাপনায় ও আজিজনগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কাননের সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন আজিজনগর আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ উল্লাহ আজম খান।এসময় শতশত নারী পুরুষ পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি কে একনজর দেখার জন্য ভীড় জমাতে দেখা যায়।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.