বিএনপির ভবিষ্যৎ করণীয়, দলটির নেতৃস্থানীয় পর্যায়ে রদবদল, জামায়াতের বিষয়ে বিএনপি অবস্থান, খালেদার মুক্তির আন্দোলনসহ নানাবিধ বিষয়ে সিদ্ধান্ত নিতে সম্প্রতি লন্ডনে তারেকের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেকের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে উক্ত বৈঠকে তারেক ফখরুল ছাড়াও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক এবং যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত তারেকের এক ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গেছে বৈঠকের শুরুতেই ফখরুল বেশ কিছু প্রস্তাব উত্থাপন করেন। উত্থাপিত প্রস্তাব গুলোর মধ্যে অন্যতম হলো, রাজপথে দলটির নেতাকর্মীকে সক্রিয় করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, সেজন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের কথাও বলেন। এছাড়া বিভিন্ন মামলায় বিএনপির যেসব নেতাকর্মী জেলে রয়েছেন তাদেরকে বিনামূল্যে বিএনপিপন্থী আইনজীবীদের পক্ষ থেকে আইনী সেবা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। উক্ত প্রস্তাবে তারেক সম্মতি জ্ঞাপন করলেও ফখরুলের বাকি প্রস্তাবগুলোতে আপত্তি জানিয়েছেন তারেক।
ফখরুলের আরেকটি প্রস্তাব ছিলো বিএনপির নেতৃত্ব থেকে তারেককে আপাতত সরিয়ে ফেলা। তারেককে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের পদ থেকে পদত্যাগের অনুরোধ করেন এবং খালেদা জিয়ার মুক্তির আগ পর্যন্ত দলের মহাসচিব ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালনের প্রস্তাব দেন ফখরুল। ফখরুলের এমন প্রস্তাবে হকচকিয়ে উঠেন তারেক। তিনি ফখরুলের এমন প্রস্তাব উড়িয়ে দিয়ে বলেন, ‘আপনার ভুল সিদ্ধান্তের জন্য দলের আজ এমন অবস্থা। দলের বেশির ভাগ নেতা যেখানে নির্বাচনে অংশগ্রহণের বিরোধিতা করেছিলো সেখানে আপনি অনেকটা নিজের খেয়াল খুশিমতো জাতীয়তাবাদী আদর্শবিরোধী কিছু জনবিচ্ছিন্ন নেতাকে সাথে নিয়ে বিএনপিকে ধ্বংসের জন্য প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করেছেন।’ এসময় তারেক দলের ভারপ্রাপ্ত চেয়াপারসনের পদ থেকে পদত্যাগে অস্বীকৃতি জানিয়ে উল্টো বিএনপির মহাসচিব পদে পরিবর্তনের জোরালো ইঙ্গিত দিয়েছেন।
জামায়াতের সঙ্গে সম্পর্কচ্ছেদের বিএনপির আনুষ্ঠানিক ঘোষণা দেবার প্রস্তাবে ফখরুলকে তারেক জানান বিএনপির সিংহভাগ আর্থিক ডোনার জামায়াতপন্থী, এই মুহূর্তে জামায়াতের সাথে সম্পৰ্ক ত্যাগের ঘোষণা দিলে ভয়াবহ আর্থিক সঙ্কটে পড়বে বিএনপি, যা সামাল দেওয়ার মতো ক্ষমতা নেই বিএনপির।
এছাড়া নির্বাচনের আগে বিএনপির সাথে গঠিত 'জাতীয় ঐক্যফ্রন্ট' নামক নির্বাচনী জোটের নেতাদের বিএনপির মূলধারার রাজনীতিতে সরাসরি নেতৃস্থানীয় পর্যায়ে সংযুক্ত করার ফখরুলের প্রস্তাবের ঘোরতর বিরোধিতা করেন তারেক। এবিষয়ে তারেক বলেন, ‘তারা তো জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসই করেন না, এছাড়া জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করে এমন ত্যাগী নেতাদের সরিয়ে এসব মৌসুমী নেতাদের হাতে নেতৃত্ব তুলে দিলে বিরূপ প্রভাব পড়বে দলের উপর।’
এদিকে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, বিএনপির মহাসচিব পদে পরিবর্তন সহ দলকে পুনর্গঠনের মাধ্যমে আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার কথা ভাবছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সহ শীর্ষস্থানীয় নেতারা। তারেকের সাথে ফখরুলের বৈঠকের ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা জানিয়েছেন নিজের পদ বাঁচাতেই মূলত সিঙ্গাপুর থেকে দেশে না এসে লন্ডনে ছুটে গেছেন ফখরুল।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.