রোটারি ক্লাব অব বান্দরবানের উদ্যাগে চারা বিতরণ করা হয়েছে।শুক্রবার (৪ আগস্ট) সকালে বান্দরবান জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলা প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এই চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বিভিন্ন শ্রেণী পেশার জনগণের হাতে বিভিন্ন ফলজ,বনজ ও ঔষধি চারা তুলে দেন এবং সবাইকে এই বর্ষা মৌসুমে আরো অধিক চারা লাগাতে আহবান জানান।
জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসাইন মো.রায়হান কাজেমী,অতিরিক্ত জেলা প্রশাসক মো.সাইফুল ইসলাম,পাল্পউড প্ল্যান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো.মাহমুদুল হাসান,বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হক মাহবুব মোরশেদ,রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাধারন সম্পাদক মিনারুল হক,রোটারি ক্লাব অব বান্দরবানের প্রেসিডেন্ট ফারুক আহম্মেদ চৌধুরী,রোটারিয়ান আনোয়ার হোসেন,রোটারিয়ান শফিকুল আলম বাবুল,রোটারিয়ান আনিসুর রহমান সুজন, রোটারিয়ান জামাল আবদুল নাছেরসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
এসময় রোটারি ক্লাব অব বান্দরবানের উদ্যোগে বিনামুল্যে ৬শত ফলজ,বনজ ও ঔষধি চারা বিতরণ করা হয়।আগামীতে এই ধরণের কর্মসুচী অব্যাহত থাকবে বলেও জানায় রোটারি ক্লাব অব বান্দরবানের নেতৃবৃন্দরা।