সিএইচটি নিউজ ডেস্কঃ-এবার রুহুল কবির রিজভীর ওপর চটেছেন বেগম খালেদা জিয়ার প্রধান আইনজীবী খন্দকার মাহাবুব হোসেন। আজ দুপুর ১২টায় বিএনপির যুগ্ম মহাসচিব দলীয় কার্যালয়ে যথারীতি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা অভিযোগ করেন যে, ‘কারাগারে বেগম জিয়ার স্বাস্থ্যের ক্রমাবনতি হচ্ছে। হাত ও পায়ের ব্যথা বেড়েছে। পায়ের ব্যথায় তিনি হাঁটতে পারছেন না।’
গণমাধ্যমে তাঁর এই সংবাদ সম্মেলনের বক্তব্য প্রচারিত হলে, খন্দকার মাহাবুব হোসেন রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন। প্রথমে তিনি দলের মহাসচিবকে পরে রিজভীকেই ফোন করেন। বিএনপির যুগ্ম মহাসচিবকে খন্দকার মাহাবুব হোসেন বলেন, ‘আপনি তো অফিস থেকেই বের হন না। ম্যাডামকেও একদিন দেখতে যাননি। আপনি এসব আজগুবি তথ্য পান কোথায়? ম্যাডামকে কি আপনি স্বপ্নে দেখেন?’
হতচকিত রিজভী ক্ষোভের কারণ প্রথমে বুঝতে পারেননি। তাই তিনি খন্দকার মাহাবুব হোসেনেকে বলেন, ‘স্যার সমস্যা কোথায়? কোনো ভুল বলেছি?’ জবাবে খন্দকার মাহাবুব বলেন, ‘আমরা তো ছয় মামলায় ম্যাডামের জামিনের চেষ্টা করছি। আমরা চাই ম্যাডামকে কোর্টে আনা হোক। তাহলে জনগণের মধ্যে আবেগ তৈরি হবে। সরকার চাপে পড়বে। আর আপনি বললেন, ‘তিনি (খালেদা জিয়া) হাঁটতে পারেন না। এখন এই যুক্তি দেখিয়ে তো সরকার তাঁকে কোনো কোর্টেই হাজির করবে না।’ খন্দকার মাহাবুবের কথা শুনে রিজভী বলেন, ‘স্যরি’।