সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-পবিত্র ঈদ উল ফিতর শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির মামলার হাজিরাকে কেন্দ্র করে রাজধানীতে শোডাউন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি।বৃহস্পতিবার সকালে জিয়া চ্যারিট্যাবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে শুনানিতে হাজির হন খালেদা জিয়া।বেগম জিয়ার এই হাজিরাকে কেন্দ্র করে সকাল থেকে ঢাকা মহানগরের বিভিন্ন থানা এবং ওয়ার্ড থেকে বকশি বাজার এলাকায় জড়ো হতে থাকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।এদিকে আদালত আজকের শুনানি শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির দুই মামলার পরবর্তী শুনানির জন্য ৬ জুলাই নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
সরজমিনে দেখা গেছে,বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোর্ট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে প্রায় তিন’শ মোটরসাইকেল তাকে ঘিরে ধরে।এ সময় তারা বকশি বাজার,মৎস ভবন,ভিআইপি রোড হয়ে হোটেল শেরাটনের সামনে এসে প্রিয় নেত্রীকে বিদায় জানায়। খালেদা জিয়াও তাদেরকে হাত নাড়িয়ে বিদায় জানান। তবে মোটরসাইকেলগুলো খালেদা জিয়ার গাড়ি বহরকে সঙ্গে নিয়ে গুলশানে চেয়ারপারসনের বাসভবনে ফিরোজাতে নিয়ে যায়।আদালতে খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে সকাল থেকে বকশি বাজার এলাকায় পুলিশের কঠোর নিরাপত্তা লক্ষ্য করা গেছে। তবে পুলিশের নিরাপত্তা নিয়েও অভিযোগ করছে বিএনপির নেতাকর্মীরা।তারা বলছে,সকাল থেকে পুলিশ তাদেরকে বাধা দিয়েছে এবং অনেক কে মোটরসাইকেল সহ আটক করেছে।অপর দিকে ঈদের পর পরই আদালতে হাজিরার দিন ধার্য করায় অভিযোগ করছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, ‘আমাদের চেয়ারপারসনকে মানসিকভাবে বিষাদগ্রস্থ করার জন্যই এসব করছে ক্ষমতাসীনরা।’ খালেদা জিয়ার হাজিরা সম্পর্কে জানতে চাইলে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারি বাবু বলেন,ঈদের পর পরই সাবেক একজন প্রধানমন্ত্রীকে আদালতে হাজিরার দিন ধার্য করা সরকারের একটি অমানবিক আচরণ।দেশে গণতন্ত্রের চর্চা না থাকার কারণেই প্রতি সপ্তাহে ম্যাডামকে এভাবে হয়রানি করছে ক্ষমতাসীন অওয়ামী লীগ সরকার।জানা গেছে,আগামী জাতীয় সংসদ নির্বাচন সহায়ক সরকারের অধীনে দেওয়ার দাবিতে আন্দোলনে নামবে জাতীয়তাবাদী দল বিএনপি।আর আজকের শোডাউন তারই একটি অংশ বলে দাবি করছে নেতাকর্মীরা।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.