

রাঙ্গামাটি প্রতিবেদকঃ-কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদ বলেছেন,ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আগামী নির্বাচন সহায়ক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে হবে এবং সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহন করবে এবং খালেদা জিয়া হবেন প্রধানমন্ত্রী।তাই আন্দোলনের স্বার্থে নিজেদের মধ্যে বিরোধ ভুলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী আন্দোলনে সকলকে রাজপথে থাকার আহবান জানান।আজ শনিবার বিকেলে ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়বাদী দল রাঙামাটি জেলা কমিটির তৃণমূল বিএনপি’র প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।শওকত মাহমুদ আরো বলেন,পেশীবাদী বাকশালী এই সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলনের বিকল্প নেই।আগামী নির্বাচনে আমারা আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচনে আমরা বিজয় অর্জন করবো এবং এই নির্বাচনে বেগম খালেদা জিয়া আবার দেশের প্রধান মন্ত্রী হবেন।বেগম খালেদা জিয়ার মত এমন রাজনৈতিক নেত্রী এই উপমহাদেশে নেই।কারণ দীর্ঘ ৩৫ বছর ধরে একজন রাজনৈতিক নেত্রী শীর্ষ জনপ্রিয়তায় অবস্থান করছে।তিনি অভিযোগ করে বলেন,গত ১০টি বছর আন্তর্জাতিক চক্রান্ত ও দেশীয় দালাল ধারা জোর করে বিএনপিকে ক্ষমতার বাহিরে রেখেছে।তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃ উদ্ধারের আন্দোলনের মুক্তির সংগ্রাম সফল করার আহব্বান জানান। তিনি হুশিয়ারী দিয়ে বলেন,যারা দেশের মানুষের প্রতি জুলুম,অবিচার করেছে,তাদের বিচার এই বাংলার মাটিতে হবে।প্রতিনিধি সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম শামীম,কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সহ সম্পাদক এড.দীপেন দেওয়ান,জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মোঃশাহ আলম,সাধারণ সম্পাদক দীপেন তালুকদার দীপু,সিনিয়ির যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনিরসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।প্রতিনিধি সভায় জেলা-উপজেলা এবং ইউনিট পর্যায়ের থেকে বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।