যশ,খ্যাতি, মোহ, আধিপত্য
সবইতো রবে পরে
দুদিন আগে পিছে
সবাইকেই চলে যেতে হবে।
দুদিনের বাহাদুরি
থাকবে না ঠেলাঠেলি
আশে পাশে থাকবে না কেউ
সবার অজান্তেই পরে রবে।
সবার মধ্যমনি ছিলে তবে
চলে যাওয়ার দুদিন পরেই
সবাই যাবে সব কিছু ভুলে
অস্থিত্ব খুঁজে পাওয়ায় দূর্লভ হবে।
যতই দেখাও ক্ষমতার দম্ভ
কিছুই থাকবে না অবশিষ্ট
যার যার নির্ধারিত আয়ু শেষে
চিরস্থায়ী বাসস্থানে যেতে হবে সবে।
এই পৃথিবীর পরে
আরেক পৃথিবী আছে, জানি সবে
এই জগতে কেউ ঠিকতে পারবে না
বাধ্যতামূলক যেতেই হবে পরের জগতে।
দুদিনের দুনিয়ায়
কত কিছুই না দেখায়
আমি হেন আমি তেন
তুমি কি? তুমি কে?
যাও দূরে যাও সরে
পরে আসিও তবে
তুমি কি জানো?
সেই পরের সময়টা
তোমার আমার আর
সাক্ষাৎ নাও হতে পারে!
আসো তবে, ইহ জগতের তালে
পরজগতের সঞ্চয় করি সাথে
তা না হলে কি জবাব দেবে
পরম করুনাময়ের কাছে।