বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২৩ উদযাপিত হয়েছে।রবিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বান্দরবান জেলা পরিষদ এর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পন করে দিবসের শুভ সূচনা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এসময় একে একে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম,পিপিএম,পৌর মেয়র মো.ইসলাম বেবী,সদর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,জেলা ক্রীড়া সংস্থা সহ সরকারি-বেসরকারী বিভিন্ন দপ্তর এর কর্মকর্তারা ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
এদিন দিবস উপলক্ষে সকাল ৮টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।এস বর্নিল কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি রাষ্ট্রীয় সালাম গ্রহন করেন।কুচকাওয়াজ ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক লুৎফুর রহমান,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি,উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজসহ সরকারী ও বেসরকারী বিভিন্ন দপ্তর এর উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।কুচকাওয়াজ অনুষ্ঠানে পুলিশ,আনসার,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দলের সদস্যের অংশগ্রহণে মনোমুগ্ধকর শরীর চর্চা প্রদর্শন করে।পরে বিভিন্ন ইভেন্ট এর পুরস্কার বিতরণ করা হয়।
একই দিন সন্ধ্যায় জেলা প্রশাসন এর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং,এমপি।এছাড়াও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের পাশাপাশি নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ,বান্দরবান জেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনগুলো।