আইন-শৃঙ্খলা রক্ষা,অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেফতারসহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান করার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ সদস্যগণ অত্যন্ত গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে থাকে।যে কোন জাতীয় দুর্যোগে বাহিনীর সদস্যগণের ধৈর্য্য,নিষ্ঠা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ কার্যক্রম সকল মহলে প্রশংসিত।কর্তব্য পালন করতে গিয়ে প্রতি বছর অনেক পুলিশ সদস্য নিহত হয়।দায়িত্ব পালনকালে তাঁরা আত্মত্যাগের যে মহান দৃষ্টান্ত স্থাপন করেন তা গোটা পুলিশ বাহিনীকে গৌরবান্বিত করে।কর্তব্যরত অবস্থায় নিহত বাংলাদেশ পুলিশের সে সকল সদস্যদের আত্মত্যাগ ও গৌরবময় অবদানকে স্মরণ করে প্রতিবছর দেশব্যাপী সমস্ত পুলিশ ইউনিটে ১ মার্চ ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত হয়।২০১৭ সাল হতে ধারাবাহিকভাবে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালন করে আসছে বাংলাদেশ পুলিশ।
এরই অংশ হিসেবে ‘কর্তব্যের তরে,করে গেলে যাঁরা, আত্মবলিদান’ প্রতিক্ষণে স্মরি,রাখিব ধরি,তোমাদের সম্মান” এ প্রতিপাদ্য কে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় বান্দরবানে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত হয়েছে।বুধবার (১ মার্চ) বান্দরবান জেলা পুলিশ লাইন্সে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালন করে জেলা পুলিশ।
এ উপলক্ষ্যে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে বান্দরবান পুলিশ লাইন্স মাঠ অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।এসময় পুষ্পস্তবক অর্পণ করেন ২ এপিবিএন এর অতিরিক্ত ডিআইজি মো.আলী আহমদ খান,ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার এর কমান্ড্যান্ট ওয়াহিদুল আলম চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.জাহাঙ্গীর,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.শাহ আলম,সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো.সালাউদ্দিন,সদর থানা এর অফিসার ইনচার্জ এসএম শহিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিট এর কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ সুপার এবং উপস্থিত সকলে অস্থায়ী স্মৃতিস্তম্ভের কাছে কিছুক্ষণ নিরবতা পালন করেন।পরে শহিদ পুলিশ সদস্যদের আত্মার শান্তি কমনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.