

সাম্প্রতিক সময়ের ঘুর্ণিঝড় মোরা,বন্যা,পাহাড় ধসে আক্রান্ত মুরুংদেরকে ফ্রি চিকিৎসা সেবা এবং বিনা মূল্যে ওষুধ প্রদান করেছে সেনাবাহিনী।বান্দরবানের আলীকদম সেনা জোন এই চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ওষুধ বিতরণ করে।গত ১৯ জুন দিন ব্যাপী অনুষ্ঠিত মেডিক্যাল ক্যাম্পে আলীকদম মুরুং কমপ্লেক্সের অর্ধশতাধিক শিক্ষার্র্থী,শিক্ষার্থীদের অভিভাবক ও সাধারণ মানুষকে চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ওষুধ প্রদান করা হয়।আলীকদম সেনা বাহিনী সূত্র জানায়,বাংলাদেশ সেনা বাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ৬৯ পদাতিক বিগ্রেড মেডিক্যাল ক্যাম্পটির আয়োজন।আর সার্বিক তত্বাবধায়নে ছিল ১৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লে:কর্ণেল মোহাম্মদ মাহবুবুর রহমান পিএসসির নির্দেশনায় জোনের আরএমও ও আলীকদম সিএমএইচ এর একজন মহিলা চিকিৎসক আলীকদম মুরুং কমপ্লেক্সে অনুষ্ঠিত দিন ব্যাপী মেডিক্যাল ক্যাম্পে অর্ধশতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ওষুধ প্রদান করে।এছাড়া বন্যা পরবর্তী সময়ে কি কি করনীয় এবং বিভিন্ন রোগ এবং পরিষ্কার পরিছন্নতা সম্পর্কে নির্দেশনা প্রদান করে।একইভাবে শিশুদের টিকাদানে অভিবাবকদেরকে উদ্বুদ্ধ করণ ও এ-সম্পর্কে বিভিন্ন ভূল ধারণা তুলে ধরে তাদেরকে বুঝানো হয়।