

এম মহিউদ্দীন চৌধুরী,চট্টগ্রামঃ-বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্বা প্রজন্মলীগ চট্টগ্রাম দক্ষিন জেলার পটিয়াস্ত নেতৃবৃন্দের এক ইফতার মাহফিল গতকাল পটিয়া সোনালী সন্ধ্যা রেস্তেরায় সংগঠনের সহ সম্পাদক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক অভিজিৎ ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিন জেলা আওয়ামী মুক্তিযোদ্বা প্রজন্মলীগের সভাপতি আলমগীর আলম।বিশেষ অতিথি ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হাসান রানা,পটিয়া উপজেলা সভাপতি কামাল হোসেন,অব.আর্মি নাজিমুল হক চৌধুরী,জেলা ছাএলীগ নেতা শাহরিয়া শাহাজান,মো: মহিউদ্দিন,জিয়াউর রহমান,সুমন,আমিনুল হক,গোলাম মাহমুদ,সরওয়ার প্রমুখ।এতে প্রধান অতিথি বলেন পবিএ রমজান আল্লাহ তাআলার বড় নেয়ামত,মুসলমান হিসাবে একে অন্যর সাথে আন্তরিকতার বন্ধন সৃষ্টির উত্তম সময়।এসময় মানবসেবার মাধ্যামে আল্লাহর সৃন্তুষ্টি অর্জন করা সম্ভব।তিনি সকলকে ইবাদতের মাধ্যামে মহান আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যানে প্রার্থনা করার আহবান জানান।