

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বক্সিং প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।বান্দরবান এর জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি এর সার্বিক তত্বাবধানে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।বান্দরবান জেলা স্টেডিয়ামে আয়োজিত প্রতিযোগিতায় ১১টি বাউটে ২২জন বক্সার অংশগ্রহন করে।এসময় বান্দরবান বক্সিং ক্লাবের চেয়ারম্যান মাহফুজুর রশিদ বাচ্চু,বান্দরবান বক্সিং ক্লাবের পরিচালক (ব্যবস্থাপনা ও যোগাযোগ) লুৎফুর রহমান (উজ্জ্বল),জেলা ক্রীড়া অফিসের মো.সানাউল্লাহ্ উপস্থিত ছিলেন।পরে বিজয়ীদের মাঝে শুভেচ্ছা স্মারক ও সম্মানী প্রদান করা হয়।প্রসঙ্গত,জেলা ক্রীড়া অফিস,বান্দরবান আয়োজিত ক্রীড়া পরিদপ্তর প্রনীত বার্ষিক ক্রীড়া কর্মসুচী-২০২২-২৩ এর আওতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এসময় শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।