- ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে দেশের বিভিন্নস্থানে আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে রয়েছেন খুলনায় দুইজন এবং পটুয়াখালী,বরগুনা,সাতক্ষীরা, বাগেরহাট,মাদারীপুর ও পিরোজপুরে ছয়জন।
ঘূর্ণিঝড়ে উপকূলীয় অনেক এলাকায় গাছপালা উপড়ে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।বিধ্বস্ত হয়েছে হাজারো ঘরবাড়ি।রোববার (১০ নভেম্বর) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এসব তথ্য জানা গেছে।
খুলনা:
রোববার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে খুলনার উপকূলীয় দাকোপ উপজেলার দক্ষিণ দাকোপে প্রমিলা মন্ডল (৫২) নামে এক নারী ঝড়ের সময় গাছচাপা পড়ে নিহত হয়েছেন। অপরদিকে খুলনার দিঘলিয়া উপজেলায় সেনহাটি গ্রামে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবক গাছচাপা পড়ে নিহত হন।
পটুয়াখালী:
আজ সকালে পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর রামপুরা গ্রামে ঘরচাপা পড়ে হামেদ ফকির (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বরগুনা:
বরগুনা সদর উপজেলার ডিএন কলেজ আশ্রয়কেন্দ্রে সকালে হালিমা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। তার বাড়ি সদর উপজেলার বানাই গ্রামে।
সাতক্ষীরা:
সকালে সাতক্ষীরার গাবুরায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফেরার সময় আবুল কালাম নামে এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বাগেরহাট:
বাগেরহাটের রামপাল উপজেলায় সকালে গাছচাপা পড়ে সামিয়া খাতুন (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সামিয়া রামপাল উপজেলার দরপোনারায়ণপুর গ্রামের বাবুল শেখের মেয়ে।
মাদারীপুর:
বিকেলে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি গ্রামে ঝড়ো হাওয়ায় ঘরের চাল পড়ে সালেহা বেগম (৪৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সালেহা বেগম ওই গ্রামের আজিজ খানের স্ত্রী।
পিরোজপুর:
পিরোজপুরের নাজিরপুর উপজেলার লড়া এলাকায় দুপুরে গাছচাপা পড়ে ননী গোপাল মণ্ডল (৬৪) নামে এক বৃদ্ধর মৃত্যুর খবর পাওয়া গেছে।
এদিকে উপকূলে আঘাত হানার পর ঘূর্ণিঝড় ‘বুলবুল’ ক্রমশ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আশা করা হচ্ছে, সন্ধ্যা নাগাদ বুলবুলের প্রভাবমুক্ত হবে সারাদেশ। ইতোমধ্যে উপকূলীয় এলাকায় দেশের চার সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেছেন, ঘূর্ণিঝড় বুলবুল বর্তমানে সাতক্ষীরা এবং বাগেরহাট অঞ্চলে অবস্থান করছে। এটি তার অবস্থান থেকে ক্রমান্বয়ে উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টি উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে মাদারীপুর, ফরিদপুর, ঢাকা ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করবে। তারপর ভারতের ত্রিপুরা অঞ্চলের দিকে যেতে আরও দুর্বল হয়ে পড়বে।