

নিউজ ডেস্কঃ-নির্বাচনী কাজে বেঘাত ঘটাতে সরকারের নির্দেশে গুলশান অফিসে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে বিএনপি।সোমবার রাতে গণমাধ্যম গুলোকে এই তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।তিনি জানান, দুপুরের পর থেকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের স্বাক্ষাতকার নেয়া হচ্ছে এই অফিসে। লন্ডন থেকে তারেক রহমান ভিডিও কনফারেন্সে যুক্ত হচ্ছেন মনোনয়ন বোর্ডের সঙ্গে।এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীও চেয়ারপারসন কার্যালয়য়ের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে রাত দশটায় সংবাদ সম্মেলন করেছেন এবং গণমাধ্যমে প্রেস ব্রিফিং পাঠিয়েছেন।