‘গাদ্দার’ রাজনৈতিক দল আখ্যা দিয়ে বিএনপির পদ ও দলের সব ধরনের কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দল সিলেট জেলা শাখার শিক্ষা-বিষয়ক সম্পাদক ও ফেঞ্চুগঞ্জ উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফেরদৌসী ইকবাল।
মূলত যোগ্য প্রার্থীকে মনোনয়ন না দিয়ে উপজেলা নির্বাচনে টাকা খেয়ে অযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়ায় বিএনপিকে গাদ্দার বলেছেন ফেরদৌসী ইকবাল।
এ বিষয়ে তিনি তার ফেসবুকে লিখেন, দিন শেষে মনে হয়েছে, আমি ভুল কিংবা গাদ্দার রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম। আমি ভুল পথে আমার শ্রম দিয়েছি। শুধু দলীয় ভোটগুলো পেলেই আমি অনেকদূর এগিয়ে যেতে পারতাম। কিন্তু তা আর হলো না। কাজেই স্বেচ্ছায় উপজেলা ও জেলার সব রাজনৈতিক পদ থেকে আমি পদত্যাগ করলাম।
তার এই স্ট্যাটাস দেয়ার চার ঘণ্টার মধ্যে ১১৪টি কমেন্ট ও ২০৮টি লাইক পড়েছে। যার মধ্যে প্রায় সকলেই তাকে সমর্থন করেছেন। বিএনপি সম্পর্কে সকলেই বলেছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটিতে কিছু কিছু লোক আছে যারা টাকা ছাড়া কিছুই বোঝে না। টাকা দিয়েই যদি মনোনয়ন কেনা যায়, তাহলে বিএনপির রাজনীতি করে লাভ কী।
দল থেকে পদত্যাগের কারণ জানতে চাইলে ফেঞ্চুগঞ্জ উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফেরদৌসী ইকবাল বলেন, এতদিন থেকে আমি রাজনীতি করে আসছি। মির্জা ফখরুল সাহেব আমাকে সরাসরি টাকার কথা বলতে পারতেন। কিন্তু তিনি তা না বলে অন্য একজন অযোগ্য লোককে মনোনয়ন দিয়েছেন। যা অগ্রহণযোগ্য।
তবে মির্জা ফখরুল বিষয়টি অস্বীকার করে বলেন, বিএনপির টাকা পয়সার বিষয় আমি কখনোই নিয়ন্ত্রণ করি না। এসব বিষয় নিয়ন্ত্রিত হয় লন্ডন থেকে। ঢাকা থাকা কোনো নেতাই মনোনয়ন বাণিজ্যের কোনো টাকা পায় না। সব টাকা লন্ডনে চলে যায়। ফলে এ সম্পর্কে আমি কিছুই জানি না।