মোহাম্মদ আলী বান্দরবান (জেলা প্রতিনিধি) বান্দরবান:-“উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ”প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে চলছে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা ২০১৮।গত বৃহস্পতিবার (১১ জানুয়ারী) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে উন্নয়ন মেলা উপলক্ষে শোভযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষীণ শেষে জেলা প্রশাসাকের কার্যালয় চত্বরে বান্দরবানের জেলা প্রশাসাক দিলীপ কুমার বণিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী,(পিএইচডি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৬৯ পদাতিক ডিভিশন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন (এসইউপি,এনডিইউ,পিএসসি),পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাঞ্চন জয় তংচঙ্গ্যা,বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,বান্দরবান কালেক্টর স্কুল ও কলেজের অধ্যক্ষ সুকুমার দে,যুব উযন্নয়নের উপ-পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো:আলতাফ হোসেন,বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃসোহরাব হোসেন,বান্দরবান সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ তোফায়েল মিয়া প্রমূখ।এসময় অন্যানদের মধ্য উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাদশা মিয়া মাস্টার,বান্দরবান টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুম্মিতা খীসা,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদিত্য মুৎসুদ্দি,রূপালী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা পরিচালক ও কুটির শিল্প নারী উদ্যোক্তা রূপালী বড়ুয়া,সরকারি বেসরকারী কর্মকর্তা,শিক্ষ প্রতিষ্ঠানের শির্ক্ষাথীসহ গণমাধ্যম কর্মীরা। এসময় বক্তারা বলেন“এই উন্নয়ন মেলার মূল উদ্দেশ্য হচ্ছে দেশের চলমান উন্নয়ন সাফল্যকে জনগণের সামনে তুলে ধরে তাদের সরকারের উন্নয়ন কাজের সঙ্গে সম্পৃক্ত করা।পাশাপাশি সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে সরকারের সাফল্য প্রচার এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জনগণকে উদ্বুদ্ধ করা।মেলায় স্টল এর মধ্যে রয়েছে যথাক্রমে বান্দরবান জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন স্টল,এবারের উন্নয়ন মেলা-২০১৮ এর মেলায় স্টল এর মধ্যে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের অধিনে সড়ক ও জনপথ অধিদপ্তর সড়ক বিভাগ বান্দরবান এর স্টলটি অন্যতম আর্কষনীয় এবং আধুনিক মানের দেখার মত একটি স্টল। এই স্টলটির ব্যাপারে মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা জানান,এবারের উন্নয়ন মেলায় বান্দরবান সড়ক বিভাগের স্টটি একটি আধুনিক ডিজিটাল মানের স্টল,এই স্টলটিকে প্রথম স্থান অধিকারী স্টল হিসেবে ঘোষনা করা উচিৎ।সড়ক ও জনপথ অধিদপ্তর সড়ক বিভাগ বান্দরবান এর স্টলটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বান্দরবান সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ তোফায়েল মিয়া,উপ-বিভাগীয় সহকারী প্রকৌশলী এ.টি.এম মোতাহের হোসেন খন্দকার,উপ-সহকারী প্রকৌশলী মোঃ শরিফুজ্জামান,সিনিয়র অফিস সহকারী কাম কম্পিটর অপারেটর বাহার আহমদ মজুমদার,সিনা বাবু,আব্দুল মান্নান প্রমুখ।এর পরেই রয়েছে বান্দরবান গণপূর্ত বিভাগের স্টল,ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স,বিদ্যুৎ বিভাগ,জেলা নির্বাচন অফিস,জেলা পাসপোর্ট অফিস,বান্দরবান বিআরটি এ অফিস,বান্দরবান সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস,বান্দরবান প্রাথমিক শিক্ষা স্টল,ইসলামিক ফাউন্ডেশন,বান্দরবানের সকল ব্যাংক এর সমন্ময় স্টল,বান্দরবানের ইসলামিক বীমা প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স ও ফারিস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স স্টল,পুলিশ প্রশাসন স্টল,একটি বাড়ি একটি খামার প্রকল্প স্টল জেলা মহিলা অধিদপ্তর স্টল,সমবায় সমিতি স্টল,বান্দরবান জেলা তথ্য অফিস স্টল, বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর স্টল,বান্দরবান শিক্ষা প্রকৌশল অধিদপ্তর স্টল বান্দরবান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগসহ উন্নয়ন মেলায় জেলা উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রায় ৫০টি উন্নয়ন সেবা প্রদান কারী স্টল উন্নয়ন মেলায় স্থান পেয়েছে।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.